You will be redirected to an external website

নম্বর বাড়ানোর তাগিদে রিভিউ করাতেই ঘটল বিপত্তি , মাথায় হাত ছাত্র ছাত্রীদের !

রিভিউ করাতেই নম্বর কমে ৭০ থেকে ৩০ ! পতীকী ছবি

একাধিক ছাত্রছাত্রী যারা এমবিবিএসের প্রথম বর্ষের পরীক্ষায় ৭০ শতাংশ নম্বর বা তার কিছুটা কম নম্বর পেয়েছিলেন তারা খাতা রিভিউয়ের জন্য় আবেদন করেছিলেন আর তাতেই ঘটল বিপত্তি  নম্বর বাড়া তো দূরের কথা, উল্টে নম্বর কমে যাওয়ায় ফেল করলেন তাঁরা। রিভিউয়ের পর বায়োকেমিস্ট্রিতে ৪ ছাত্রের নম্বর এসেছে ৩০ শতাংশ। পাস করতে অন্তত ৫০ শতাংশ নম্বর পাওয়া বাধ্যতামূলক। 

নম্বর বাড়াতে করিয়েছিলেন রিভিউ। রিভিউয়ে ফেলই কর গেলেন পাস করা ৪ এমবিবিএস ছাত্র । ঘটনায় প্রশ্নে কলকাতা মেডিক্যাল কলেজের রিভিউ প্রক্রিয়া। এমবিবিএসের দ্বিতীয় থেকে তৃতীয় বর্ষে উত্তীর্ণ হওয়ার পরীক্ষায় বায়োকেমিস্ট্রিতে ৭০ শতাংশ নম্বর পেয়েছিলেন ৪ ছাত্র। বাকিরা ৭৫ শতাংশ নম্বর পাওয়ায় বায়োকেমিস্ট্রির রিভিউ করান ৪ এমবিবিএস পড়ুয়া। প্রথমবার খাতা রিভিউ করার পরে নম্বর এতটাই কমে যায় যে তাঁরা দ্বিতীয়বার রিভিউ করার জন্য পাঠান। কিন্তু সেখানে তো আবার আরও বিপত্তি। নম্বর কমে গিয়ে একেবারে যা তা অবস্থা। সেখানে আবার ৩০ থেকে কমে হয়ে গিয়েছে ২৮। কীভাবে এই পরিস্থিতি থেকে রেহাই মিলবে সেটাও বুঝতে পারছেন না মেডিক্যাল পড়ুয়ারা ।

ওই কলেজ থেকে মোট ২৫০ জন ছাত্রছাত্রী পরীক্ষা দেন। মোট তিনটি বিষয়ের ওপর পরীক্ষা হয়। এর মধ্যে ৪ জন বাকি বিষয়গুলিতে ৭৫ শতাংশ নম্বর পেলেও বায়ো কেমিস্ট্রিতে তাঁরা ৭৫-এর কিছু কম পেয়েছিলেন। ৭০ এর ওপর নম্বর ছিল। অর্থাৎ আর ৪-৫ নম্বর পেলেই অনার্স পেতে পারতেন তাঁরা। সে কারণেই রিভিউ করতে দিয়েছিলেন। আর তাতেই এই বিপত্তি। আরও জানা গিয়েছে, যে চারজনের সঙ্গে এমন ঘটনা ঘটেছে, তাঁরা প্রত্যেকেই যথেষ্ট মেধাবী হিসেবেই পরিচিত।

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

দুপুরেই-আছড়ে-পড়তে-চলেছে-মোকা,সর্বোচ্চ-গতিবেগ-হতে-পারে-ঘণ্টায়-২১০-কিমি! Read Next

দুপুরেই আছড়ে পড়তে চলে...