You will be redirected to an external website

Mumbai: মুম্বইয়ে বিলবোর্ড ভেঙে মৃতের সংখ্যা বেড়ে ১৪, তদন্তের নির্দেশ শিন্ডের

Mumbai:-মুম্বইয়ে-বিলবোর্ড-ভেঙে-মৃতের-সংখ্যা-বেড়ে-১৪,-তদন্তের-নির্দেশ-শিন্ডের

বিলবোর্ড ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১৪

মুম্বইয়ের ঘাটকোপরে বিলবোর্ড ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১৪। আহতের সংখ্যা অন্তত ৬০। বিলবোর্ডের নীচে আর কেউ চাপা পড়ে রয়েছেন কি না, তা দেখতে এখনও অভিযান চালাচ্ছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যেরা। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিবসেনা নেতা একনাথ শিন্ডে নিহতদের ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন। একই সঙ্গে মুম্বই শহরের বিলবোর্ডগুলি নিয়ম মেনে লাগানো হচ্ছে কি না, তার তদন্ত করারও নির্দেশ দিয়েছেন তিনি।

সোমবার বিকেল সাড়ে ৪টে নাগাদ হঠাৎই আকাশ কালো করে ঝড় ওঠে মুম্বইয়ে। কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় ধুলো ঝড়। সঙ্গে মুষলধারে বৃষ্টিও। ঝড়ের ধাক্কায় ঘাটকোপর এলাকায় উপড়ে যায় বিজ্ঞাপনের বিশালাকার ধাতব বোর্ডটি। ভেঙে পড়া সেই বিলবোর্ডের নীচে চাপা পড়েন অনেকেই। ঘটনাস্থলের যে সমস্ত ভিডিয়ো প্রকাশ্যে আসে, তাতে দেখা যায়, বিজ্ঞাপনী বোর্ডটি ভেঙে পড়ছে একটি পেট্রল পাম্পের উপর। যার আঘাতে দুমড়ে গিয়ে নীচে নেমে আসে পেট্রল পাম্পের ছাদ। 

স্থানীয়দের তরফে জানা গিয়েছে, ঝড়বৃষ্টির হাত থেকে বাঁচতে অনেকেই আশ্রয় নিয়েছিলেন পেট্রল পাম্পে। কেউ কেউ এসেছিলেন তেল ভরাতেও। আর সেই সময়েই ঘটে যায় দুর্ঘটনা। মহারাষ্ট্রের পন্থনগরের বাসিন্দা বালাজি শিন্ডেও বিলবোর্ডের নীচে চাপা পড়েছিলেন। তবে কোনও ক্রমে প্রাণে বেঁচে যান। প্রায় দু’ঘণ্টা ধরে বিলবোর্ডের নীচে আটকে থাকার পর তাঁকে উদ্ধার করেন বিপর্যয় মোকাবিলায় আসা দলের সদস্যেরা। তাঁর স্ত্রী রমা বলেন, “সন্ধ্যায় একটি পারিবারিক অনুষ্ঠানে যাওয়ার সময় তেল ভরার জন্য আমরা গাড়ি নিয়ে পেট্রল পাম্পটায় ঢুকি। তার পরেই এই দুর্ঘটনা।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

আত্মসমর্পণ-করলেন-কয়লা-পাচার-মামলার-মূল-অভিযুক্ত-অনুপ-মাজি-ওরফে-লালা Read Next

আত্মসমর্পণ করলেন কয়লা প...