মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল বিরোধীরা
মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নিল বিরোধী শিবির। বুধবার সকালে সংসদে অনাস্থা প্রস্তাব আনলেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। তিনি এই প্রস্তাব এনে একটি বিজ্ঞপ্তি দিয়েছেন। এদিন সকাল ১১টায় সংসদের অধিবেশন শুরু হলে স্পিকার এবিষয়ে সিদ্ধান্ত নেবেন। জানা গিয়েছে, অন্তত ৫০ জন সাংসদ প্রস্তাবের পক্ষে থাকলে আগামী ১০ দিনের মধ্যে কোনও একটি দিনকে বেছে নেওয়া হতে পারে আলোচনার জন্য।
দিনই এক বৈঠকে মিলিত হন INDIA জোটের সাংসদরা। কিন্তু সেই বৈঠকে কী আলোচনা হয়েছে তা জানা যায়নি। তবে এদিন সকাল ১০টা নাগাদ লোকসভায় কংগ্রেসের সহকারী সংসদীয় নেতা গৌরব গগৈ বিজ্ঞপ্তি দেন। এদিন অধিবেশন শুরু হলে স্পিকার বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবেন।
নিয়মানুযায়ী, প্রস্তাবের সঙ্গে সহমত কারা তা জানতে সাংসদদের উঠে দাঁড়াতে বলা হবে। মাথা গোনা হিসেবে যদি দেখা যায়, পঞ্চাশের কম সাংসদ প্রস্তাবের সপক্ষে রয়েছেন, তাহলে তা তখনই বাতিল হয়ে যাবে। যদি সংখ্যাটি পঞ্চাশ বা তার বেশি হয়, তাহলে প্রস্তাবটি গ্রহণ করে আগামী ১০ দিনের মধ্যে একটি দিন স্পিকার বেছে নিতে পারে এই নিয়ে আলোচনার জন্য।