You will be redirected to an external website

আধ ঘণ্টার মধ্যে মলয়কে আদালতে তলব, আইনমন্ত্রী ২৫ মিনিটেই চলে গেলেন

আধ-ঘণ্টার-মধ্যে-মলয়কে-আদালতে-তলব,-আইনমন্ত্রী-২৫-মিনিটেই-চলে-গেলেন

আধ ঘণ্টার মধ্যে মলয়কে আদালতে তলব

আধ ঘণ্টার মধ্যে আদালতে হাজিরার নির্দেশ ছিল। বুধবার বিকেল ৫টার মধ্যে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে তলব করেছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিকেল সাড়ে ৪টে নাগাদ বিচারপতি এই নির্দেশ দেওয়ার ঠিক ২৫ মিনিটের মধ্যেই হাই কোর্টে পৌঁছে গেলেন আইনমন্ত্রী মলয়। 

কাগজপত্র আইনমন্ত্রীর কাছে থাকায় আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়ের বদলির সিদ্ধান্ত নেওয়া যায়নি— বিচারবিভাগের সচিবের কাছে এ কথা শোনার পরেই আইনমন্ত্রী মলয়কে তলব করেছিলেন বিচারপতি। বিকেল ৫টার মধ্যে আইনমন্ত্রীকে আদালতে তলবের নির্দেশ রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কাছেও পৌঁছে দিতে বলেন তিনি। জানিয়ে দিয়েছিলেন, বিচারবিভাগের সচিবকেও সেখানে উপস্থিত থাকতে হবে। সেই মতো বিকেল ৫টার একটু আগে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে পৌঁছে যান মলয়।

মলয়কে দেখে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলে ওঠেন, ‘‘আপনি কোর্টে এসেছেন। আমি খুবই খুশি হয়েছি।’’ মলয় জানান, তিনি হাসপাতালে ছিলেন। দিন চারেক আগে তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। চিকিৎসক তাঁকে ১৫ দিন বিশ্রাম নিতে বলেছেন। এর পরেই বিচারক চট্টোপাধ্যায়ের বদলির ফাইলের প্রসঙ্গে মলয় বলেন, ‘‘যত দ্রুত সম্ভব আমি ফাইল ক্লিয়ার করে দিচ্ছি।’’ মলয় বিচারপতিকে আরও জানান, শুক্রবার তিনি আসানসোল যাচ্ছেন। তার পর যাবেন দিল্লি। এই সময়ে একটু ব্যস্ত রয়েছেন। কিন্তু তিনি শীঘ্রই ফাইল ছেড়ে দেবেন। এর পরেই বিচারপতির সামনে করজোড়ে নমস্কার করে বেরিয়ে যাচ্ছিলেন মলয়। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Asian-Games-2023:-এশিয়ান-গেমসে-পঞ্চম-দিনের-শুরুতেই-সোনা-ভারতের Read Next

Asian Games 2023: এশিয়ান গেমসে পঞ্চ...