চলতি সপ্তাহেও বৃষ্টি থেকে রেহাই পাবেন না বঙ্গবাসী
চলতি সপ্তাহেও বৃষ্টি থেকে রেহাই পাবেন না বঙ্গবাসী। মঙ্গলবার থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক জেলায়।
আলিপুর আবহাওয়া সূত্রে খবর, মঙ্গলবার পশ্চিমের পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলার কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। বুধবারেও ওই দুই জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবারের পর রাজ্যে শুকনো আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
তবে চলতি সপ্তাহে বৃষ্টি হলেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। আগামী পাঁচ দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। আগামী পাঁচ দিনে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
মঙ্গলবার সকাল থেকে আকাশ আংশিক মেঘলা থাকবে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে এক ডিগ্রি সেলসিয়াস কম। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।