You will be redirected to an external website

সূর্যের তেজেই বাড়ছে শুকনো গরমের দাপট!

সূর্যের-তেজেই-বাড়ছে-শুকনো-গরমের-দাপট!

গরমে হাঁসফাঁস রাজ্যবাসী । সংগৃহীত ছবি

গত আট বছরে দ্বিতীয় উষ্ণতম বর্ষবরণের সাক্ষী থেকেছে কলকাতা। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারা ছুঁয়েছিল ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস। তবে এখনই গরম কমার কোনও লক্ষণ নেই বলেই আবহাওয়া দফতর সূত্রে খবর। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে তাপপ্রবাহ চলবে বৃহস্পতিবার পর্যন্ত। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়বে। শুক্রবার পর্যন্ত সবথেকে বেশি গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে বলে জানতে পারা যাচ্ছে। 

আপাতত চার-পাঁচ দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রীতিমতো শুকনো ও অস্বস্তিকর গরমে ভুগতে হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। বিভিন্ন জেলায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দুই থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বেশি থাকবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা আগামী বৃহস্পতিবার পর্যন্ত। বেলা বাড়লেই লু বইবে।

দক্ষিণবঙ্গের গণ্ডি ছাড়িয়ে উত্তরবঙ্গেও দাপট দেখাচ্ছে জ্বালা ধরানো গরম। উত্তরবঙ্গের কোথাও কোথাও ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে পারদ। বালুরঘাটে ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে তাপমাত্রার পারদ। রীতিমতো বাড়ছে তাপমাত্রা। তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়াবিদদের আশঙ্কা দক্ষিণবঙ্গের পর উত্তরবঙ্গে তাপপ্রবাহের একটি স্পেল আসতে পারে! সেক্ষেত্রে বুধবার থেকে উত্তরবঙ্গের পার্বত্য দুই-তিন জেলা ছাড়া বাকি জেলাগুলিতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

AUTHOR :

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

তাপমাত্রার-দাবদাহ-উত্তাপের-মতোই-অপরিবর্তিত-জ্বালানির-দাম-! Read Next

তাপমাত্রার দাবদাহ উত্তা...