You will be redirected to an external website

John Barla : ভয়াবহ দুর্ঘটনার কবলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পাইলট কার

John-Barla-:-ভয়াবহ-দুর্ঘটনার-কবলে-কেন্দ্রীয়-প্রতিমন্ত্রীর-পাইলট-কার

দুর্ঘটনাগ্রস্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পাইলট কার

দুর্ঘটনাগ্রস্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পাইলট কার। জলপাইগুড়ি থেকে বানারহাট যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে পাইলট কারটি। কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার বাড়িতে যাবার সময় দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, এই দুর্ঘটনায় আহত হন চার জন পুলিশ কর্মী।

জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি ব্লকের ঠাকুরপাঠের এশিয়ান হাইওয়ে ৪৮-এর উপর। দুর্ঘটনায় গুরুতর আহত তিনজন পুলিশ কর্মী। সূত্রের খবর, এএসআই পরিতোষ বর্মন সহ মোট ৪ জন পুলিশকর্মী জলপাইগুড়ি থেকে বানারহাট লক্ষীপাড়া চা বাগানে কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লাকে আনতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার কবলে পড়ে পরপর তিনটি গাড়ি। পুলিশের এসকর্ট ভ্যানটি জলপাইগুড়ি থেকে জন বার্লার বাড়ি বানারহাটের লক্ষ্মীপাড়া চা বাগানে যাওয়ার সময় একটি গাড়িকে পাস কাটিয়ে এগিয়ে যেতে গিয়েছিল। সেই সময় গয়েরকাটার দিক থেকে আসা একটি দুধের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে গাড়িটির,একটি কন্টেইনার দুধের গাড়ির পিছনে এসে ধাক্কা দেয়। তিনটি গাড়ির ধাক্কায় বিকট আওয়াজ হয়। দৌড়ে এগিয়ে আসেন স্থানীয়রা। জানা গিয়েছে, দুর্ঘটনায় পুলিশের গাড়িটি দুমড়েমুচড়ে গিয়েছে।

দুর্ঘটনায় এসআই পরিতোষ বর্মন সহ কনস্টেবল বিট্টু বিশ্বকর্মার গুরুতর আহত হন। তাঁদের জলপাইগুড়িতে সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে ও হাসপাতালে পৌঁছন ধুপগুড়ি থানার পুলিশ। ঠিক কী ভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

সরকারি-স্কুলে-মিড-ডে-মিলের-খাবার-খেয়ে-অসুস্থ-২১-পড়ুয়া,খাবারে-মিলেছে-মরা-টিকটিকি Read Next

সরকারি স্কুলে মিড ডে মিল...