কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদলের সম্ভাবনা জোরালো
মন্ত্রিসভায় রদবদল হতে পারে সে সম্ভাবনা দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল। মনে করা হচ্ছিল, ভোটমুখী চার রাজ্যের নেতাদের মন্ত্রিসভায় গুরুত্ব দেওয়া হবে। আবার সংগঠনেও জাতিগত সমীকরণের কথা মাথায় রেখে রদবদলের কথা ভাবা হচ্ছিল। আগামী ৬ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূর সঙ্গে সাক্ষাৎ করার সময় চেয়েছেন।
শোনা যাচ্ছে, মোদির মন্ত্রিসভায় আমূল বদল আসছে। সদ্য এনসিপিতে ভাঙন ধরানোর পুরস্কার হিসাবে কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঠাঁই পাচ্ছেন প্রফুল প্যাটেল। বিহার থেকে উপেন্দ্র কুশওয়াহ, চিরাগ পাসওয়ানদেরও আনা হতে পারে কেন্দ্রীয় মন্ত্রিসভায়। আসলে বিজেপি মহারাষ্ট্রের মতো বিহারেও বাড়তি নজর দিতে চাইছে। মন্ত্রিসভায় গুরুত্ব পেতে পারেন ভোটমুখী চার রাজ্যের নেতারা। আবার ধর্মেন্দ্র প্রধান, ভুপেন্দ্র যাদব, পীযুষ গোয়েলদের মতো মন্ত্রীদের মন্ত্রিসভা থেকে সরিয়ে সংগঠনে আনা হতে পারে।
এছাড়া বিজেপি মোট পাঁচ রাজ্যের রাজ্য সভাপতিও বদলাতে পারে। পাঞ্জাব প্রদেশ বিজেপির সভাপতি হতে পারেন কংগ্রেস থেকে আসা সুনীল জাখর, বদলাতে পারে কেরল, তেলেঙ্গানার রাজ্য সভাপতিও। কর্ণাটকে বিশ্রী হারের পর সেরাজ্যের রাজ্য সভাপতি পদেও বদল আসতে পারে।