রাষ্ট্রপতির সঙ্গেও রাজ্যপালের বৈঠকের সম্ভাবনা
রবিবারই দিল্লিতে পৌঁছন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শোনা যাচ্ছে, আজ সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে রাজ্যপাল বোসের বৈঠক হতে পারে। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ সেই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। ভোটের আগে এবং ভোটের দিন গ্রাউন্ড জিরোয় ছিলেন রাজ্যপাল।
সূত্রের খবর, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ নর্থ ব্লকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করতে পারেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুরু অমিত শাহের সঙ্গে বৈঠকের জল্পনাই নয়, এমনও শোনা যাচ্ছে, এদিনই রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন রাজ্যপাল বোস।ক্রমেই রাজ্যপালের এই দিল্লি সফর তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে। বিশেষ করে এই ভোটের আবহে বিজেপি যখন ৩৫৫ ধারা বা ৩৫৬ ধারা নিয়ে সোচ্চার, সেই সময় রাজ্যপালেই এই বৈঠক আলাদা গুরুত্বের দাবিদার। সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রের হস্তক্ষেপের দাবি তুলে বলেছিলেন, কেন্দ্র ঠিক করুক ৩৫৫ নাকি ৩৫৬ ধারা বলবৎ করা হবে বাংলায়।
তবে একইসঙ্গে এটাও ঠিক, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রককে অবহিত রাখাটাও রুটিন কাজের মধ্যেই পড়ে। এক্ষেত্রে আরও একটি বিষয় উঠে আসছে, রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে কেন্দ্রকে অবগত করা।