You will be redirected to an external website

পয়লা এপ্রিল থেকে ধার্য হল গ্যাস সিলিন্ডারের নতুন দাম

পয়লা-এপ্রিল-থেকে-ধার্য-হল-গ্যাস-সিলিন্ডারের-নতুন-দাম

গ্যাস সিলিন্ডারের দাম সরাসরি কমে গিয়েছে 89.50 টাকা

নতুন আর্থিক বছরের শুরুতেই সুখবর! গ্যাস সিলিন্ডারের দাম কমছে। এক ধাক্কায় ৮৯.৫০ টাকা কেমেছে দাম। তবে এই দাম কমেছে কেবল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত রান্নার কাজে ব্যবহৃত এলপিজি ও শিল্পে ব্যবহৃত আরএসপি এই দুই ধরনেরই গ্যাস সিলিন্ডারের  দাম কমানো হয়েছে। গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের দাম কমছে না। অর্থাৎ গার্হস্থ্য ১৪.২ কেজির এলপিজি  সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকছে বলেই  জানা যাচ্ছে। হোটেল ব্যবসায়ীদের সাময়িক স্বস্তি দিয়ে কমল বাণিজ্যিক গ্যাসের দাম। 

 পয়লা এপ্রিল থেকে ধার্য হল নতুন দাম। কলকাতায় ১৯ কেজি ইন্ডেন গ্যাস সিলিন্ডারের মূল্য ২১৩২ টাকা।গত জানুয়ারিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছিল ২৫ টাকা। ফলে মাথায় হাত পড়ে হোটেল ব্যবসায়ীদের। বর্তমানে দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম হল ২০২৮ টাকা। 

এক বছরে রাজধানীদের বাণিজ্যিক গ্যাসের মূল্য মোট ২২৫ টাকা কমেছে। সেখানে মুম্বই ও চেন্নাইয়ে এর মূল্য ১৯৮০ টাকা এবং ২১৯২.৫০ টাকা। ফলে আপাতত স্বস্তিতে রেস্তরাঁ মালিকরা।তবে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমানো হলেও এখনই ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম কমানোর পথে হাঁটেনি কেন্দ্রীয় সরকার। বা খুব শীঘ্রই সেই দাম কমানো হবে বলেও ইঙ্গিত মেলেনি। বর্তমানে শুধুমাত্র বাণিজ্যিকভাবে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েই হাত গুটিয়েছে কেন্দ্র।

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

সাংবাদিক-সম্মেলনে-বিজেপি-কে-কটাক্ষ-করে-জবাব-অভিষেক-বন্দোপাধ্যায়ের- Read Next

সাংবাদিক সম্মেলনে বিজেপ...