You will be redirected to an external website

মাসের শুরুতেই খারাপ খবর,পকেটে চাপ বাড়িয়ে দাম বাড়ল এলপিজি সিলিন্ডারের

মাসের-শুরুতেই-খারাপ-খবর,পকেটে-চাপ-বাড়িয়ে-দাম-বাড়ল-এলপিজি-সিলিন্ডারের

পকেটে চাপ বাড়িয়ে দাম বাড়ল এলপিজি সিলিন্ডারের

মাসের শুরুতেই খারাপ খবর। দাম বাড়ল রান্নার গ্যাসের। ওয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে। সিলিন্ডার পিছু ৭ টাকা করে দাম বাড়ানো হয়েছে। এরফলে এবার থেকে ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়াল ১৭৮০ টাকায়।

প্রতি মাসের শুরুতেই দেশের ওয়েল মার্কেটিং সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানির দাম পর্যালোচনা করে এবং সেই দামের ওঠা-নামার উপরে নির্ভর করে নতুন দাম ধার্য করা হয়। গত জুন মাসে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলেও এবার সামান্য বাড়ল গ্যাসের দাম।

এতদিন ১৯ কেজি এলপিজি সিলিন্ডার কিনতে খরচ হত ১৭৭৩ টাকা। এবার থেকে এই সিলিন্ডার কিনতে খরচ হবে ১৭৮০ টাকা। অর্থাৎ ৭ টাকা বেড়েছে। আজ থেকেই এই নতুন দাম কার্যকর হচ্ছে। এবার থেকে কলকাতায় ১৯ কেজি এলপিজি সিলিন্ডার কিনতে খরচ হবে ১৮৮২.৫০ টাকা।

অন্যদিকে, ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিতই রাখা হয়েছে। গত মার্চ মাস থেকেই ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। দিল্লিতে ১৪.২ কেজি সিলিন্ডার কিনতে খরচ হয় ১১০৩ টাকা। কলকাতায় ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম পড়ে ১১২৯ টাকা। মুম্বইয়ে ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ১১০২.৫০ টাকা এবং চেন্নাইয়ে খরচ হয় ১১১৮.৫০ টাকা।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

বাঁ-পায়ের-আঘাত-গুরুতর,অস্ত্রোপচার-হতে-পারে-মমতা-বন্দ্যোপাধ্যায়ের Read Next

বাঁ পায়ের আঘাত গুরুতর,অস...