You will be redirected to an external website

ফের দাম বাড়ল কেরোসিন তেলের,চিন্তায় ডিলার থেকে সাধারণ মানুষ

ফের-দাম-বাড়ল-কেরোসিন-তেলের,চিন্তায়-ডিলার-থেকে-সাধারণ-মানুষ

ফের দাম বাড়ল কেরোসিন তেলের

চলতি জুলাই মাসের প্রথম সপ্তাহেই দু’দফায় কেরোসিন তেলের দাম বাড়ানো হল। জুলাই মাসের ১ তারিখেই কেরোসিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল পেট্রোলিয়াম মন্ত্রক। ওই দিন লিটার পিছু ১২ পয়সা করে দাম বাড়ানো হয়েছিল। ৪ তারিখে আবারও ১৮ পয়সা দাম বাড়ানো হয়েছে। মাত্র চার দিনের ব্যবধানে লিটারে ৩ পয়সা দাম বাড়ল কেরোসিন তেলের। কলকাতা শহরে কেরোসিন তেলের মূল্য ছিল লিটার পিছু ৬০ টাকা ৬ পয়সা। জেলায় যাতায়াত খরচ ও ডিলারদের কমিশন বাবদ আরও কিছু কর সংক্রান্ত বিষয় যুক্ত হয়ে কেরোসিন তেলের দাম নির্ধারিত হয়।

২০২২ সালে জানুয়ারি মাস থেকে অস্বাভাবিক হারে কেরোসিন তেলের দাম বাড়তে শুরু করেছিল। গত বছর জুলাই মাসে কেরোসিন তেলের দাম লিটার কিছু ১০০ টাকা পেরিয়ে গিয়েছিল। সেই সময় সাধারণ মানুষ তো বটেই রেশন ডিলার ও বিরোধী রাজনৈতিক দলগুলি এই ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে চেপে ধরেছিল। ফলস্বরূপ অগস্ট মাস থেকে কমতে শুরু করে কেরোসিন তেলের দাম। কিন্তু ২০২৩ সালের জুলাই মাস থেকে আবারও কেরোসিন তেলের দাম ঊর্ধ্বগামী।

কেরোসিন তেলের দাম এ ভাবে বৃদ্ধি পাওয়ায়, পেট্রোলিয়াম মন্ত্রকের সিদ্ধান্তের কারণ খুঁজতে শুরু করেছেন কেরোসিন তেল ডিলাররা। তাঁদের প্রশ্ন, যেখানে আন্তর্জাতিক বাজারে তেলের দাম অপরিবর্তিত রয়েছে। সেখানে চার দিনের ব্যবধানে কেরোসিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত কী ভাবে নিতে পারে পেট্রোলিয়াম মন্ত্রক? কেরোসিন তেল ডিলারদের বক্তব্য, দেশের বড় অংশের মানুষ এখনও রান্নার কাজে কেরোসিন তেলের ব্যবহার করেন। যাঁদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই, রাতের বেলায় কেরোসিন তেলই তাঁদের ঘরের আলোর একমাত্র উৎস। তাই দাম বাড়ানোর আগে নরেন্দ্র মোদী সরকারের তরফে তাঁদের কথা ভাবা উচিত ছিল।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Suvendu-Adhikari:-মমতার-বিরুদ্ধে-সরাসরি-অভিযোগ,-হাইকোর্টে-শুভেন্দু! Read Next

Suvendu Adhikari: মমতার বিরুদ্ধে সর...