You will be redirected to an external website

পুজোর আগে কেরোসিন তেলের দাম বৃদ্ধি পেল লিটারে সাড়ে ৪ টাকা

পুজোর-আগে-কেরোসিন-তেলের-দাম-বৃদ্ধি-পেল-লিটারে-সাড়ে-৪-টাকা

কেরোসিন তেলের দাম বৃদ্ধি পেল লিটারে সাড়ে ৪ টাকা

চলতি অক্টোবর মাসের প্রথম সপ্তাহে কেরোসিনের দাম বেড়েছে সাড়ে চার টাকা। ফলে রাজ্যে কেরোসিনের দাম বেড়ে গিয়েছে অনেকটাই। বর্তমানে ডিলারদের কাছ থেকে কেরোসিন তেল পেতে গেলে গ্রাহকদের খরচ করতে হচ্ছে লিটারপিছু ৮১ থেকে ৮৫ টাকা পর্যন্ত। কেরোসিনের দামের সঙ্গে পরিবহণ এবং অন্য খরচ যুক্ত হয়ে এই দামেই ডিলারদের থেকে কেরোসিন পাচ্ছেন ক্রেতারা। গত তিন মাসে লাফিয়ে লাফিয়ে বেড়েছে গরিবের এই জ্বালানির দাম। অগস্ট মাসে কেরোসিন তেলের দাম বেড়েছিল ৬ টাকা। সেপ্টেম্বর মাসে এক ধাক্কায় এগারো টাকা বৃদ্ধি করা হয়েছিল। আর এ বার তার উপর আরও সাড়ে চার টাকা যোগ হয়েছে। গত তিন মাসে রাজ্যে কেরোসিন তেলের দাম ২১ টাকা বেড়েছে বলে জানা গিয়েছে।

২০২০ সালের মার্চ মাস থেকে কেরোসিন তেলের উপর ভর্তুকি তুলে দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেরোসিন তেল ডিলারদের অভিযোগ, সেই সময় বলা হয়েছিল আন্তর্জাতিক বাজারে তেলের দাম যেমন হবে, দেশে কেরোসিন তেলের মূল্য সে ভাবে নির্ধারিত হবে। কিন্তু বাস্তব ক্ষেত্রে সে কথা রাখা হয়নি। বর্তমানে যে দামে কেরোসিন পাওয়া যাচ্ছে আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের দাম অতটা নয় বলে দাবি করেছে পশ্চিমবঙ্গ কেরোসিন তেল ডিলারস অ্যাসোসিয়েশন। সাম্প্রতিক কালে কেরোসিন তেলের দাম নির্ধারণ নিয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলাও দায়ের হয়েছিল। গত ১২ সেপ্টেম্বর সেই মামলার রায়ে বিচারপতি বিবেক চৌধুরী নির্দেশ দিয়েছিলেন যে, কেরোসিন তেলের দাম নির্ধারণ করতে কেন্দ্রীয় সরকারকে স্পষ্ট নীতি তৈরি করতে হবে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Abhishek-Banerjee:-অভিষেক-বন্দ্যোপাধ্যায়ের-মামলার-শুনানি-হল-না-আজ Read Next

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপ...