কলকাতায় সবজির দাম ফের একবার চড়া
কলকাতায় সবজির দাম ফের একবার চড়া। বিগত কয়েক মাসের মধ্যেই দাম বেড়েছে একাধিক সবজির। সেই তালিকায় নাম জুড়েছে পটলের মতো সবজিরও। একইসঙ্গে দাম বাড়ছে আলু, বেগুনেরও। প্রতি কেজি আলুর দাম গত মাসের তুলনায় প্রায় দেড় গুণ বেড়েছে। শীতের সবজিগুলি বাজার থেকে কার্যত ভ্যানিশ হওয়ার ফলেই সবজির দাম ক্রমশ বাড়ছে বলে জানাচ্ছেন বিক্রেতারা। তবে এমনটা যে হতে পারে। শীতে পগার পার হলেই সবজির দাম যে বাড়তে পারে, এমন আশঙ্কার কথা অনেক বিক্রেতা আগেই জানিয়েছিল।
পাশাপাশি মাছ বাজারেও কলকাতা ও শহরতলিতে দাম রয়েছে ব্যাপক চড়া। সস্তায় কিছু মাছ পাওয়া গেলেও, বেশিরভাগ মাছেরই দাম রয়েছে চড়া। বড় মাছের মধ্যে রুই ছাড়া অন্য কোনও মাছই মোটেই সস্তা নয়। বাজারে এখনও মজুত চালানি ইলিশ পাওয়া গেলেও দাম একেবারে আকাশ ছোঁয়া। একইসঙ্গে মাংসের দামও যে খুব সস্তা সে কথা বলার উপায় নেই।
পটল - 80 টাকা কেজি
বেগুন - 60 টাকা কেজি
আলু (জ্যোতি) - 15 টাকা কেজি
আলু (চন্দ্রমুখী) - 22 টাকা কেজি
টমেটো - প্রতি কেজির দাম 20 টাকা
কাঁচকলা - 6 টাকা প্রতি পিস
উচ্ছে - 50 টাকা প্রতি কেজি
রুই - 200 টাকা কেজি
কাতলা - 400 টাকা কেজি
ভোলা - 300 টাকা কেজি
ট্যাংরা - 250 টাকা কেজি
পোনা - 200 টাকা কেজি
লোটে - 120 টাকা কেজি
পাবদা মাছ - 400 টাকা কেজি
ভেটকি - 500 টাকা কেজি
চিংড়ি - 300 টাকা কেজি
গলদা চিংড়ি - 700 টাকা কেজি
বাগদা চিংড়ি - 450 টাকা কেজি
কই - 400 টাকা কেজি