You will be redirected to an external website

Medicine Price:বাড়ছে প্যারাসিটামল-সহ একাধিক প্রয়োজনীয় ওষুধের দাম

Medicine-Price:বাড়ছে-প্যারাসিটামল-সহ-একাধিক-প্রয়োজনীয়-ওষুধের-দাম

বাড়ছে প্যারাসিটামল-সহ একাধিক প্রয়োজনীয় ওষুধের দাম

প্যারাসিটামল থেকে শুরু করে অ্যামোক্সিলিন, প্রায় প্রত্যেকের বাড়িতেই এই ওষুধগুলি অত্যাবশ্যক। কিন্তু ১ এপ্রিল, শনিবার থেকে একগুচ্ছ ওষুধের দাম বেড়ে যাচ্ছে। আগে থেকে না জেনে রাখলে যা নিয়ে সমস্যায় পড়তে হতে পারে সাধারণ মানুষকে।

ওষুধের দাম আগের চেয়ে অন্তত ১২ শতাংশ বৃদ্ধি পাচ্ছে। ন্যাশানাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (এনপিপিএ) ১ এপ্রিল থেকে ওষুধের দামে ১২.১২১৮ শতাংশ বৃদ্ধিতে সবুজ সঙ্কত দিয়েছে। পর্যবেক্ষকেরা জানাচ্ছেন, ওষুধের দামে এই ১২ শতাংশের বেশি বৃদ্ধি এক বছরের হিসাবে সর্বোচ্চ। যে ওষুধগুলি দাম নিয়ন্ত্রণের আওতায় পড়ে, সেগুলিরই দাম বাড়ানো হচ্ছে।

সংবাদ সংস্থা ইকোনমিক্স টাইমস জানিয়েছে, এনপিপিএ-র এই সিদ্ধান্ত অন্তত ৮০০টি গুরুত্বপূর্ণ ওষুধের পাইকারি মূল্যকে প্রভাবিত করবে। জাতীয় তালিকায় জরুরি হিসাবে ওই ওষুধগুলির উল্লেখ রয়েছে।এনপিপিএ-র তালিকা অনুযায়ী, যে যে ওষুধের দাম ১ এপ্রিল থেকে বেড়ে যাচ্ছে, তার মধ্যে রয়েছে হ্যালোথেন, আইসোফ্লুরেন, কেটামাইন, নাইট্রস অক্সাইড।

এ ছাড়াও ওই তালিকায় রয়েছে, আইবুপ্রোফেন, ডাইক্লোফেনাক, মেফেনামিক অ্যাসিড, বেনজ়িলপেনিসিলিন।দাম বাড়ছে প্যারাসিটামল, অ্যামোক্সিলিন, মরফিন, অ্যামপিসিলিন ট্যাবলেটের।কোভিডের চিকিৎসায় ব্যবহৃত হয়, এমন ওষুধগুলির দামও বেড়ে যাচ্ছে। এডসের চিকিৎসায় ব্যবহৃত একাধিক ওষুধ যেমন, অ্যাবাকাভির, লামিভুডাইন, জ়িডোভুডাইন, এফাভিরেঞ্জ ইত্যাদিরও দাম বাড়ছে ১ এপ্রিল থেকে।জন্মনিরোধক বড়ি, বিভিন্ন হরমোনের ওষুধ এবং হেপাটাইটিস বি, র‌্যাবিস প্রভৃতি ভ্যাকসিনের দামও বেশ খানিকটা বাড়ছে। দামি হচ্ছে চর্মরোগ প্রতিরোধকারী কয়েকটি ওষুধ।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

পয়লা-এপ্রিল-থেকে-ধার্য-হল-গ্যাস-সিলিন্ডারের-নতুন-দাম Read Next

পয়লা এপ্রিল থেকে ধার্য হ...