শনিবার থেকে ফের খুলল ডুয়ার্সের সংরক্ষিত বনাঞ্চল
অরণ্য প্রেমীদের জন্য সুখবর। টানা তিন মাস বন্ধ থাকার পর শনিবার থেকে ফের খুলে গেল ডুয়ার্সের সংরক্ষিত বনাঞ্চল। এখন থেকে বনাঞ্চলে প্রবেশ করার পাশাপাশি গভীর অরণ্যে রাত্রিবাসের জন্য বন বাংলোগুলি বুক করতে পারবেন পর্যটকেরা। এজন্য বনদফতরের তরফে সরকারি বনবাংলো অনলাইন বুকিং সিস্টেমও চালু করা হয়েছে।
বন দফতর সূত্রে জানানো হয়েছে, ১৫ জুলাই থেকে ১৫ সেপ্টেম্বর, এই তিন মাস বন্যপ্রাণীদের প্রজননকালীন সময় হিসেবে ধরা হয়। একই সঙ্গে বর্ষার কারণে জঙ্গলে গাছপালাও বেড়ে যায়। এই সময় জঙ্গলের মধ্যে বাড়ে সাপের উপদ্রবও। তাই বন্যপ্রাণী এবং পর্যটক দু’তরফের সুবিধার্থেই ফি-বছরই এই তিন মাস জঙ্গলের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা জারি থাকে। ফলে এতদিন বন্ধ ছিল গরুমারা, জলদাপাড়া, চাপরামারি, বক্সা, নেওড়া সহ সমস্ত বনাঞ্চল।
পাশাপাশি কুনকি হাতিদের কেউ প্রস্তুত করা হচ্ছে সাজানো হচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা অধীর আগ্রহে এই জঙ্গল খোলার অপেক্ষা করছিলেন। শনিবার থেকে ফের গরুমারা, চাপরামারি, জলদাপাড়া, নেওড়া জঙ্গেল ক্যাম্প, বক্সা সহ সমস্ত বনাঞ্চলে প্রবেশ করার পাশাপাশি রাত্রিবাসের জন্য বন বাংলোগুলি বুক করতে পারবেন তাঁরা। ইতিমধ্যেই সমস্ত সরকারি বনবাংলো অনলাইন বুকিং সিস্টেম চালু করেছে রাজ্য বনদফতর পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে।