You will be redirected to an external website

21শে জুলাই শহীদ দিবসকে সফল করতে রানিগঞ্জে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে র‌্যালি অনুষ্ঠিত হয়

21শে-জুলাই-শহীদ-দিবসকে-সফল-করতে-রানিগঞ্জে-তৃণমূল-কংগ্রেসের-পক্ষ-থেকে-র‌্যালি-অনুষ্ঠিত-হয়

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে র‌্যালি অনুষ্ঠিত হয় রানিগঞ্জে

21শে জুলাই ব্রিগেড গ্রাউন্ড কলকাতায় অনুষ্ঠিত শহীদ দিবসকে সফল করতে রানিগঞ্জে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি র‌্যালি বের করা হয়। আজ ইটওয়ারী সাব মোড়ে নুকার সভা শেষে এই র‌্যালি বের করা হয়। সিআর রোড, , বড় বাজার, স্টেশন রোড হয়ে স্টেশনে টিএমসির সিবিরে গিয়ে শেষ হয়।

 এই সমাবেশে উপস্থিত ছিলেন MIC দীপেন্দু ভগত কাউন্সিলর রাজু সিং, যুব নেতা সৌমিত্র ব্যানার্জি প্রমুখ। মিঃ ভগত বলেছিলেন যে 21 শে জুলাই, 1993 সালে, মমতা ব্যানার্জির নেতৃত্বে লেখক প্রচারাভিযানের সময় 13 জন প্রাণ হারিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময়ে যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন, কিন্তু তৃণমূল কংগ্রেস গঠনের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর ২১শে জুলাইকে শহীদ দিবস হিসেবে পালন করে আসছেন।

রাজু সিং বলেছেন যে সিপিএম সরকার যেভাবে আন্দোলনকারীদের উপর নির্মমভাবে গুলি চালিয়েছে এবং মমতা দিদিকে অত্যাচার করেছে। তারই প্রতিবাদে এই সভা অনুষ্ঠিত হয়।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

সঞ্জয়-হেমব্রমের-উপর-আক্রমণকারী-দুষ্কৃতিদের-অবিলম্বে-গ্রেপ্তারের-দাবিতে-বিক্ষোভ-সিপিআইএমের Read Next

সঞ্জয় হেমব্রমের উপর আক্...