তিন মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে
বৃহস্পতিবার নবান্ন সভাঘরে উৎকর্ষ বাংলা নিয়ে পর্যালোচনা বৈঠকে তাঁর এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেন। এদিন সভায় কমর্সংস্থানে স্কিল ডেভলপমেন্ট প্রসঙ্গে রাজ্যে পুলিশে নিয়োগ নিয়ে প্রশাসনিক গড়িমসিতে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘‘হাজার হাজার ছেলে মেয়ে নিয়োগের জন্য অপক্ষা করে বসে রয়েছে। কবে চাকরি হবে। আর এঁরা আজ করছি, কাল করছি বলে দিন কাটাচ্ছে। যেন লাথাকরজেটিক ক্যাজুয়ালনেস মনোভাব। পরিষ্কার জানিয়ে দিতে চাই, তিন মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে।’’
মুখ্যমন্ত্রী আরও বলেন আর পুলিশ কর্মীদের নিয়োগের পর প্রশিক্ষণের নামে তিন মাস-ছয় মাস বসিয়ে রাখা যাবে না। বরং একটা সিস্টেম চালু করতে হবে,তাঁদের থানায় পাঠাতে হবে। মাসে সাত দিন করে ডেকে এনে প্রশিক্ষণ দিতে হবে। ২১ দিন থানাতে তাঁদের দিয়ে কাজ করাতে হবে। এই মুহূর্তে ফোর্স বাড়াতে হবে।
প্রসঙ্গত, সামনে পঞ্চায়েত ভোট। এক দিনে ৬৩ হাজার বুথে ভোট করতে হলে দেড় লক্ষ পুলিশ কর্মী দরকার। কলকাতা ও রাজ্য পুলিশের যা বাহিনী রয়েছে তাদের সাবাইকে ব্যবহার করলে এত পুলিশ কর্মী যোগান দেওয়া সম্ভব নয়। ভোটের কাজে সিভিক ভল্টেয়ার্স ব্যবহার করা যাবে না।