You will be redirected to an external website

এবার ‘রেডিয়ো নবজোয়ার’, জনসংযোগে নতুন হাতিয়ার তৃণমূলের

এবার-‘রেডিয়ো-নবজোয়ার’,-জনসংযোগে-নতুন-হাতিয়ার-তৃণমূলের

সংযোগ আরও নিবিড় করতে আরও এক পদক্ষেপ করছে রাজ্যের শাসকদল

২ মাসের ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলায় জেলায় যাচ্ছেন। সভা করছেন। সাধারণ মানুষের কথা শুনছেন। নবজোয়ার জনজোয়ারে পরিণত হয়েছে বলে দাবি তৃণমূলের। অভিষেক নিজেও বলছেন, নবজোয়ারে বেরিয়ে শিকড়ের সন্ধান পেয়েছেন। এই পরিস্থিতিতে গ্রাম-বাংলার মানুষের সঙ্গে সংযোগ আরও নিবিড় করতে আরও এক পদক্ষেপ করছে রাজ্যের শাসকদল। এবার তাদের হাতিয়ার রেডিয়ো। যে রেডিয়োতে প্রতি মাসের শেষ রবিবার দেশের মানুষের সঙ্গে মনের কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।

একইসঙ্গে তৃণমূলের তরফে জানা গিয়েছে, এই কর্মসূচিতে গ্রাম বাংলার লুকিয়ে থাকা প্রতিভাকে সামনে আনা হবে। গ্রামের কেউ হয়ত ভাল গান করেন। কিন্তু, তেমন সুযোগ পাননি। আবার কোনও জায়গার বিশেষ কোনও জিনিস, যা বাংলার জনগণ তেমনভাবে জানতে পারেনি। এই কর্মসূচির মাধ্যমে তা তুলে ধরা হবে।

রাজ্যের শাসকদলের দাবি, এমন কর্মসূচি এর আগে কোনও রাজনৈতিক দল নেয়নি। পঞ্চায়েতের আগে এই কর্মসূচি তৃণমূলের পালে আরও হাওয়া আনতে পারে কি না, সেটাই এখন দেখার।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

'লু'-সতর্কতা-রাজ্যে!-৪০-ডিগ্রি-পেরোবে-তাপমাত্রা!-সপ্তাহের-শুরুতেই-চড়ছে-পারদ Read Next

'লু' সতর্কতা রাজ্যে! ৪০ ডি...