মমতার বৈঠকের পরই বদলে গেল সচিব
বৈঠকের শুরু থেকে শেষ পর্যন্ত অগ্নিশর্মা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জায়গায় জায়গায় পুর প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। মন্ত্রী-বিধায়ক কাউকে রেয়াত করেননি মুখ্যমন্ত্রী। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই বৈঠকের পর বদলে ফেলা হচ্ছে পুর সচিব। রাজ্যের নতুন পুর সচিব হিসেবে দায়িত্ব নিচ্ছেন বিনোদ কুমার।
সোমবার নবান্নের বৈঠকে একাধিক পুরসভা এলাকায় কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝালদা ও তাহেরপুর বাদে প্রতিটি পুর এলাকার প্রতিনিধিরাই আজ উপস্থিত ছিলেন এদিনের বৈঠকে। প্রতিটি পুরসভা ও পুরনিগম ধরে ধরে প্রতিটি এলাকার হিসেব নেন মমতা। কোথায় কী কাজ হচ্ছে, কোথায় কোন কাজে খামতি রয়েছে, প্রতিটি বিষয় ধরে ধরে উষ্মাপ্রকাশ করতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। শুধু পুরসভাগুলির কাজ নিয়ে নয়, বিভিন্ন উন্নয়ন পর্ষদগুলির প্রয়োজনীয়তা নিয়েও এদিন প্রশ্ন তুলেছেন মমতা। জমি জবরদখলের অভিযোগও এদিন উঠে এসেছে মুখ্য়মন্ত্রীর গলায়।
এসবের মধ্যেই সোমবার নবান্নের বৈঠক শেষ হতে না হতেই দুই দফতরে সচিব বদল করে দেওয়া হল। নতুন পুুরসচিব হিসেবে দায়িত্বে আনা হল বিনোদ কুমারকে এবং ভূমি দফতরের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে বিবেক কুমারকে।