অনুষ্ঠান চলাকালীন হাতে গুরুতর চোট অরিজিৎ-এর ! সংগৃহীত ছবি
অনুষ্ঠান চলাকালীন মঞ্চেই হেনস্থার শিকার হলেন গায়ক। গুরুতর চোট পেলেন ডান হাতে ।ভিডিয়োয় অরিজিৎ-কে বলতে শোনা যায়, ‘‘আপনি এ ভাবে আমার হাত ধরে টানছেন। চোটের জেরে আমি আর হাত নাড়াতে পারছি না। আমার হাত কাঁপছে৷ আপনি এটা বুঝতে পারছেন না, আমি যদি পারফর্মই করতে না পারি, তা হলে আপনারাও অনুষ্ঠান উপভোগ করতে পারবেন না।
অরিজিৎ সিং-এর গানের জলসা। মঞ্চে গান গাইতে শুরুও করে দিয়েছিলেন তিনি। কিন্তু এর পরেই ঘটে বিপত্তি। প্রিয় তারকাকে চোখের সামনে আর নাগালে পেয়ে তাঁর হাত ধরে টানাটানি শুরু করে দেন এক অনুরাগী। বেকায়দায় হ্যাঁচকা টানে হাতে চোট পান গায়ক। নেটপাড়ায় পোস্ট করা একটি ভিডিয়ো থেকে জানা যাচ্ছে, ডান হাতে তিনি এতটাই চোট পেয়েছেন যে, হাত সোজা করতে পারছিলেন না৷ তাঁর হাত কাঁপছিল বলেও জানান তিনি। ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, হাতে চোট পাওয়ার পরেও কিন্তু ওই অনুরাগীর সঙ্গে ভদ্র ও মার্জিত ভাবেই কথা বলেন অরিজিৎ। তাঁকে বোঝানোর চেষ্টা করেন, এই ভাবে হাত টানাটানি তাঁর উচিত হয়নি৷ এর ফলে তিনি আহত হয়েছেন৷
সম্প্রতি একটি লাইভ কনসার্ট চলাকালীন মঞ্চের মধ্যেই হেনস্থার শিকার হলেন গায়ক। গুরুতর চোট পেলেন ডান হাতে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উঠে এলো সেই খবর। সম্প্রতি ঔরঙ্গাবাদে গানের অনুষ্ঠান ছিল অরিজিতের। মঞ্চে গান গাইতে উঠতেই ঘটে বিপত্তি। প্রিয় তারকাকে চোখের সামনে দেখতে পেয়ে শুরু হয় এক অনুরাগীর হাত টানাটানি। বেকায়দায় পরে চোটও পেয়েছেন তিনি ।