You will be redirected to an external website

বাংলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি জানতে সুকান্তকে ফোন অমিত শাহর

বাংলার-আইন-শৃঙ্খলা-পরিস্থিতি-জানতে-সুকান্তকে-ফোন-অমিত-শাহর

রাজ্যের পরিস্থিতির কথা পৌঁছে গিয়েছে দিল্লির কানেও

রাজ্যের পরিস্থিতির কথা পৌঁছে গিয়েছে দিল্লির কানেও। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি কথা জানতে চেয়ে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে ফোন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । রাজ্য বিজেপি সূত্র মারফত এমনই জানা যাচ্ছে। গোটা পরিস্থিতির বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন সুকান্ত মজুমদার। জানা যাচ্ছে, এদিন বিকেল ৪টে ২০ মিনিট নাগাদ রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাটের সাংসদকে ফোন করে রাজ্যের সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির কথা জানতে চেয়েছেন অমিত শাহ। প্রসঙ্গত, গতকাল রাত থেকে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে হাওড়ার বেশ কিছু এলাকায়। সেই গোলমাল সামাল দিতে বিপুল পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল।

গতরাতের পর আজও সকাল থেকেই থমথমে ওই এলাকাগুলি। নতুন করে গোলমাল যাতে না হয়, তা নিশ্চিত করতে তৎপর পুলিশ প্রশাসন। এলাকায় এলাকায় টহল দিচ্ছে পুলিশ। নেমেছে র‍্যাপিড অ্যাকশন ফোর্সও। খোলা হয়েছে পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ। শুক্রবারও পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে এলাকায়। গোলমালের ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এদিন বিকেলে দুয়ারে সরকার সংক্রান্ত বিষয়ে সাংবাদিক বৈঠক করার সময়ে জানিয়েছেন, হাওড়ায় দুয়ারে সরকারের ক্যাম্প হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং গাড়ি চলাচলও করছে। উদ্বিগ্ন না হওয়ার বার্তা দিয়েছেন তিনি। তবে দুয়ারে সরকারের বাইরে আর কোনও মন্তব্য করতে চাননি তিনি।

এদিকে গতরাতের ঘটনার পর থেকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধী দলগুলি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে আমার কথা হয়েছে। পুরো বিষয়টি ওনাকে জানিয়েছি। উনি যথেষ্ট উদ্বিগ্ন। ওনাকে আমি এই বিষয়ে একটি চিঠিও পাঠাচ্ছি। যাতে কেন্দ্রীয় হস্তক্ষেপ হয় এবং তদন্ত হয়। যাঁরা উপযুক্ত দোষী, তাঁরা যেন শাস্তি পায়। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে, তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি জানিয়েছি।’

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

বহরমপুরের-সরকারি-হোমের-আবাসিক-১১-জন-কিশোর-নিখোঁজ Read Next

বহরমপুরের সরকারি হোমের ...