বুধবার সকাল থেকেই আকাশের মুখ ভার
বুধবার সকাল থেকেই আকাশের মুখ ভার। ঘন কালো মেঘ, কখনও ঝিরঝিরে, কখনও ঝমঝম বৃষ্টিতে ভিজেছে কলকাতা। শুধু কলকাতা নয়, নিম্নচাপের ফলে ভিজতে পারে রাজ্যের অন্যান্য জেলাও।পশ্চিমবঙ্গ এবং ওড়িশা সংলগ্ন বঙ্গোপসাগর উপকূলে নিম্নচাপ রয়েছে। পাশাপাশি গাঙ্গেয় বঙ্গের উপর দিয়ে একটি মৌসুমী অক্ষরেখাও রয়েছে। এর ফলে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস।
বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। সারা দিন আকাশ মেঘলা থাকবে। কোথাও কোথাও মাঝারি বৃষ্টি আবার কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় রবিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে উত্তরবঙ্গে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
এ ছাড়া আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলার বিক্ষিপ্ত এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার জলপাইগুড়ি এবং কালিম্পং জেলার কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুরের বিক্ষিপ্ত এলাকায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।