নেতাদের সামনেই উঠল 'চোর চোর' স্লোগান! সংগৃহীত ছবি
জেলায় শুরু হতে চলেছে তৃণমূলের ‘নবজোয়ার কর্মসূচি’সেই ‘নব জোয়ার কর্মসূচি’কে সামনে রেখে তৃণমূল ছাত্র পরিষদের তরফে বৃহস্পতিবার একটি ভার্চুয়াল মিটিং এর আয়োজন করা হয়তৃণমূল ছাত্র পরিষদের এই ভার্চুয়াল মিটিং চলাকালীন জেলা ও রাজ্যের নেতাদের সামনেই উঠল 'চোর চোর' স্লোগান!
গত বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত ব্লক, শহর এবং প্রত্যেক কলেজ ইউনিট সদস্যদের নিয়ে এক ভার্চুয়াল মিটিংয়ের ডাক দেয় সংগঠনের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। সেই মিটিংয়ে ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য নেতৃত্বও। সন্ধে ৭ টায় সেই মিটিং শুরু হয় গুগল মিট অ্যাপে। আর এই মিটিং শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে হঠাৎ করেই একের পর এক মিটিংয়ে ভাগ নেওয়া সদস্যরা চোর চোর স্লোগান সহ নানা স্লোগান দিতে থাকে। অস্বস্তিতে পড়ে তড়িঘড়ি মিটিং শেষ করে দিতে হয় নেতৃত্বকে। ঘটনার জন্য বিরোধীদের দিকে আঙুল তুলেছে তৃণমূল ছাত্র পরিষদ। তবে অভিযোগ অস্বীকার করে এসএফআই ও এবিভিপি পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিয়েছে তৃণমূল ছাত্র পরিষদের দিকেই।
জেলায় শুরু হতে চলেছে তৃণমূলের ‘নবজোয়ার কর্মসূচি’। সেই ‘নবজোয়ার কর্মসূচি’কে সামনে রেখে তৃণমূল ছাত্র পরিষদের তরফে বৃহস্পতিবার একটি ভার্চুয়াল মিটিং এর আয়োজন করা হয় জেলা এবং রাজ্যের মিলিত উদ্যোগে। জেলা তথা রাজ্য স্তরে সেই মিটিং করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম গুগল মিটের মাধ্যমে। আর তৃণমূল ছাত্র পরিষদের এই ভার্চুয়াল মিটিং চলাকালীন জেলা ও রাজ্যের নেতাদের সামনেই উঠল 'চোর চোর' স্লোগান! ইতিমধ্যেই মিটিং এর ভিডিয়ো ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
এছাড়াও অকথ্য ভাষায় গালিগালাজ ও আক্রমণ করা হয় রাজ্য তৃণমূলের IT Cell-এর সভাপতি দেবাংশু ভট্টাচার্যকে। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়কেও তীব্র আক্রমণ করা হয় মেসেজ ও স্লোগানের মাধ্যমে। ভার্চুয়াল মিটিং এর এই ভিডিয়ো রীতিমতো ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়।