You will be redirected to an external website

মহিলা বিমান যাত্রীর ব্যাগে মিলল ২২টি সাপ ও গিরগিটি!

মহিলা-বিমান-যাত্রীর-ব্যাগে-মিলল-২২টি-সাপ-ও-গিরগিটি!

মহিলা যাত্রীর ব্যাগে থেকে কিলবিলিয়ে বেরিয়ে এল সাপ

মহিলা বিমান যাত্রীর ব্যাগ পরীক্ষার সময় চক্ষু চড়কগাছ! ব্যাগ থেকে উদ্ধার হল ২২টি সাপ! এছাড়াও ব্যাগে মিলেছে একটি গিরগিটিও! যার জেরে রীতিমতো হুলুস্থূল পড়ে যায় চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে।অভিযুক্ত মহিলা যাত্রী মালয়েশিয়ার রাজধানী কুয়ালা লামপুর থেকে AK13 নম্বরের বিমানে ওঠেন। চেন্নাইতে নামার পর তাঁর ব্যাগ পরীক্ষার সময় প্রাণীগুলির হদিশ পান শুল্ক আধিকারিকরা। সঙ্গে সঙ্গে শুল্ক আইন ও বন্যপ্রাণ সংরক্ষণ আইনে তাঁকে গ্রেফতার করা হয়।

ব্যাগ পরীক্ষার সময় ট্রে ধরে টান দিতেই একের পর এক সাপ বেরিয়ে পড়ে। ফলে ভয় পেয়ে কিছুটা দূরে সরে যান শুল্ক আধিকারিকরা। পরে ছোট রড নিয়ে এসে সাপগুলিকে ফের ট্রে-তে ভরা হয়। শেষে তা বন দফতরের হাতে তুলে দেন তাঁরা।

প্রাথমিক তদন্তে শুল্ক আধিকারিকদের অনুমান, পাচারের উদ্দেশ্যেই এই সাপ ও গিরগিটি এদেশে আনা হয়েছিল। তামিলনাডুদের প্রাণীগুলির ডেলিভারি দেওয়ার কথা ছিল। এর নেপথ্যে একটি চক্র কাজ করছে বলে দাবি করেছেন তাঁরা। চক্রের পাণ্ডার খোঁজ শুরু করেছে পুলিশ।

চেন্নাই বিমানবন্দর থেকে প্রাণী পাচারের চেষ্টার ঘটনা এবারই প্রথম নয়। চলতি বছরের জানুয়ারিতে ৪৫টি ময়াল সাপ উদ্ধার করেন শুল্ক আধিকারিকরা। এছাড়াও উদ্ধার হয় তিনটি মার্মাসেট বাঁদর, তিন তারার ছোপওয়ালা বেশ কয়েকটি কচ্ছপ ও আটটি বিষধর সাপ।

সূত্রের খবর, সেবার ১১টি দাবিদারহীন ব্যাগ থেকে প্রাণীগুলিকে উদ্ধার করেন শুল্ক আধিকারিকরা। ব্যাগগুলি থাইল্যান্ডের রাজধানী ব্য়াংককের এক যাত্রীর বলে জানা গিয়েছিল। কিন্তু ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। তদন্তকারীদের অনুমান, ব্যাগ পরীক্ষার সময় পাচারকারীরা চম্পট দেয়।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Read Next

আরও এক বিধায়কের বাড়িতে হ...