উত্তরের মতো ভাসবে দক্ষিণও
সোমবারই দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকেছিল৷ আলিপুর আবহাওয়া দফতর আজ জানিয়ে দিল, আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বাকি জেলা গুলিতেও ঢুকবে মৌসুমী বায়ু।এর ফলে আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বলে পূর্বাভাস িদয়েছে হাওয়া অফিস।দক্ষিণবঙ্গেরজেলাগুলিতে বৃষ্টি একটু বেশি হবে ২২ এবং ২৩ তারিখ। অর্থাৎ বৃহস্পতি এবং শুক্রবার।
তবে আগামী দু' দিন প্রবল বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে।আবহবিদদের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২২ জুনের পর বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। ২৩ জুন থেকে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি বাড়ার সম্ভাবনা।বৃষ্টির জেরে আগামী ২-৩ দিনে তাপমাত্রা চার থেকে পাঁচ ডিগ্রি কমতে পারে। তবে এর পর আর তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না।আগামী ২২ এবং ২৩ জুন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।