You will be redirected to an external website

Adhir Chowdury: ২৫ বছরের অধীর-সাম্রাজ্যের ইতি, ষষ্ঠবার সাংসদ হওয়া হল না...

Adhir-Chowdury:-২৫-বছরের-অধীর-সাম্রাজ্যের-ইতি,-ষষ্ঠবার-সাংসদ-হওয়া-হল-না...

প্রদেশ কংগ্রেস সভাপতির ষষ্ঠবার সাংসদ হওয়া হল না

মঙ্গলবার গণনা শুরু হওয়ার পর থেকেই কার্যত সাপ-লুডোর মতো খেলা চলছিল। কখনও এগিয়ে যান অধীর। কখনও তৃতীয় স্থানে নেমে যান তিনি, দ্বিতীয় স্থানে উঠে আসেন বিজেপি প্রার্থী নির্মল কুমার সাহা। সব রাউন্ড গণনা শেষ হওয়ার পর অধীরের পরাজয় একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে।

প্রদেশ কংগ্রেস সভাপতির ষষ্ঠবার সাংসদ হওয়া হল না। এই পরাজয় রাজ্যের কংগ্রেসের কাছে একটা বড় ধাক্কা। ইউসুফ পাঠানকে অনেকেই বহিরাগত বলে কটাক্ষ করেছিলেন, সে সব পিছনে ফেলে জয়ী হয়েছেন প্রাক্তন ক্রিকেট তারকা। তৃণমূল যেহেতু তারকা প্রার্থীকে টিকিট দিয়েছে, তাই শুরু থেকেই এবার এই আসন নিয়ে জল্পনা ছিল। যদিও অধীরকে বারবার আত্মবিশ্বাসী থাকতেই দেখা গিয়েছে।

ফলাফল প্রকাশের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ইউসুফ পাঠান জানান, শিশুদের জন্য স্পোর্টস অ্যাকাডেমি বানাবেন তিনি, বন্ধ হওয়া কারখানাও খুলে দেওয়া হবে, প্রচুর মানুষের চাকরি হবে। তিনি বলেন, “এখানকার মানুষ ভালবাসা দিয়েছে। ভাই হয়ে, বন্ধু হয়ে কাজ করব।”

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Bankura:-বাঁকুড়ায়-পরাজিত-কেন্দ্রীয়-মন্ত্রী-সুভাষ-সরকার,জয়ী-হলেন-তৃণমূলের-অরূপ-চক্রবর্তী Read Next

Bankura: বাঁকুড়ায় পরাজিত কেন...