ফের গলদগর্ম গরমে উত্তপ্ত রাজ্যবাসী ! সংগৃহীত ছবি
গরমের দহনজ্বালায় ফের জ্বলবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। মাত্রাতিরিক্ত গরম থেকে রেহাই পাবে না কলকাতাও, মহানগরী-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জারি করা হয়েছে তীব্র দাবদাহের সতর্কতা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং বীরভূম—এই আট জেলায় তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হতে চলেছে।
বুধবার তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই। বৃহস্পতিবার তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হবে পুরুলিয়া, দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং বাঁকুড়ায়। রেহাই পাবে না কলকাতাও, শুক্রবার থেকে আবহাওয়ায় পরিবর্তন হতেও পারে।আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে পশ্চিমবঙ্গে দখিনাবাতাস প্রবেশের ক্ষেত্রে বাধা হয়ে গিয়েছে।
পরিবর্তে প্রবেশ করছে উত্তর-পশ্চিম দিক থেকে আসা গরম এবং শুষ্ক বাতাস। এর ফলেই তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার সকাল থেকেই চড়া রোদ ছিল কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।