You will be redirected to an external website

মুখ্যমন্ত্রী মমতার পথে অগ্রসর কংগ্রেস শাসিত রাজ্যের

মুখ্যমন্ত্রী-মমতার-পথে-অগ্রসর-কংগ্রেস-শাসিত-রাজ্যের-

ছত্তিশগড়েও চালু হচ্ছে বেকার ভাতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যয়ের দেখানো পথে এবার পা বাড়ালেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রাজ্যের যুবশ্রী প্রকল্পের মতো এবার কংগ্রেস শাসিত ছত্তিশগড়েও চালু হচ্ছে বেকার ভাতা। রাজ্যের কর্মহীন যুবক-যুবতীদের মাসিক আড়াই হাজার টাকা করে ভাতা দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করলেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল।  ভোটের মুখে ছত্তিশগড় সরকারের এই ঘোষণা যেন এক অন্য রূপ দিল উন্নয়নের । 

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল ঘোষণা করেছেন, ১ এপ্রিল থেকেই রাজ্যের নয়া বেকার ভাতা প্রকল্প চালু হয়ে যাচ্ছে। এই প্রকল্পের জন্য বছরে ২৫০ কোটি টাকা খরচ হবে। বেকার ভাতা হিসাবে রাজ্য সরকার মাসিক আড়াই হাজার টাকা দেবে বলে জানা গিয়েছে। প্রায় লাখখানেক বেকার যুবক-যুবতী এই প্রকল্পের সুবিধা পাবেন। বস্তুত, এবছরের বাজেট অধিবেশনেই ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন। সেটাই নতুন অর্থবর্ষে চালু হয়ে গেল। সেই সঙ্গে বেকার যুবক-যুবতীদের দক্ষতা উন্নয়নের জন্য বিশেষ ট্রেনিংয়েরও ব্যবস্থা করবে রাজ্য সরকার।বেকারদের ভাতা দেওয়ার পাশাপাশি রাজ্যের অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীদেরও দ্রুত বৃদ্ধি করা হবে বলে জানা গিয়েছে। আসলে ছত্তিশগড়ে নভেম্বরেই বিধানসভা নির্বাচন। 

পশ্চিমবঙ্গ রাজ্যেও ঠিক এমনই একটি প্রকল্প চালু আছে যেখানে এই রাজ্যের বেকার যুবক যুবতী দের মাসিক দেড় হাজার টাকা করে ভাতা দেওয়া হয় । যদিও পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এই যুবশ্রী র প্রচোলন অনেকদিন আগেই করেছিলেন ।  ২০১৮ সালে ক্ষমতায় আসার আগেই বেকারদের জন্য স্থায়ী ভাতা ঘোষণা করেছিল ছত্তিশগড় সরকার । এতদিনে তা তিনি কার্যকর করলেন । 

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

তৃণমূলের-পেশ-করা-ভিডিওর-ছবিতে-প্রতিবাদ-বিজেপি-র Read Next

তৃণমূলের পেশ করা ভিডিওর ...