রোদের তেজে মিলল না গরম , আবহাওয়ায় স্বস্তির ছোঁয়া! সংগৃহীত ছবি
শুক্রবার সকালের দিকেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে গরম বজায় ছিল। চড়া রোদও উঠেছিল সকালের দিকে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। আগামী ২৪ ঘন্টার মধ্যে আবহাওয়া বদলে গেলে, তাপমাত্রা বাড়ার আর তেমন কোনও সম্ভাবনা নেই। উল্টে কমবে তাপমাত্রা
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এবার ধীরে ধীরে বদলাবে আবহাওয়া। নতুন করে তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই। বরং কমবে তাপমাত্রা। আবহাওয়ার এই পরিবর্তনে সঙ্গ দেবে বৃষ্টি। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। শনিবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার এবং সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
প্রচন্ড গরমে পুড়তে থাকা দক্ষিণবঙ্গে সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাসের মধ্যেই শুক্রবার ভোরে কলকাতা ও দুই ২৪ পরগণার কিছু অংশে ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির সৌজন্যে মানুষের মনে খানিকটা আশার সঞ্চার করেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলাদেশ থেকে উত্তর পশ্চিম বঙ্গপোসাগর পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার প্রভাবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ার কারণেই এই আকস্মিক বৃষ্টি। তবে রোদের তেজে মিলল না গরম থেকে স্বস্তি।