মেঘলা আকাশে রোদের দাপটও কম ! সংগৃহীত ছবি
মহানগরীর তাপমাত্রা আপাতত স্বাভাবিকের নীচেই রয়েছে। আংশিক মেঘলা আকাশে রোদের দাপটও সেভাবে মালুম হচ্ছে না। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। এদিনই তিলোত্তমা সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর-সহ দক্ষিণের ১৫টি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই বৃষ্টি সব জেলাতেই চলতে পারে মঙ্গলবার পর্যন্ত। তবে, বিক্ষিপ্ত ভাবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে শনিবার কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা নেই। বাকি জেলাগুলিতে শনিবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।