You will be redirected to an external website

Viral News: ক্লাসের মধ্যেই নেশায় বেহুঁশ হয়ে পড়ে রইলেন খোদ শিক্ষক

Viral-News:-ক্লাসের-মধ্যেই-নেশায়-বেহুঁশ-হয়ে-পড়ে-রইলেন-খোদ-শিক্ষক

ক্লাসের মধ্যেই নেশায় বেহুঁশ হয়ে পড়ে রইলেন খোদ শিক্ষক

ক্লাসের মধ্যেই নেশায় বেহুঁশ হয়ে পড়ে রইলেন খোদ শিক্ষক। ধাক্কা দিয়েও তাঁকে তোলা যায়নি বলে অভিযোগ। ওই শিক্ষকের ভিডিয়ো তুলে সমাজমাধ্যমে তা ছড়িয়ে দেওয়া হয়েছে। 

ঘটনাটি উত্তরপ্রদেশের হামিরপুর জেলার। অভিযুক্ত একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। অভিযোগ, তিনি প্রায়ই স্কুলে নেশাগ্রস্ত অবস্থায় আসতেন। কিছুই পড়াতেন না ছাত্রছাত্রীদের। এ কথা জানার পর অভিভাবকেরা স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছিলেন। স্থানীয় বাসিন্দারাও ওই শিক্ষকের শাস্তির দাবি তুলেছিলেন। অভিযোগ, বার বার আপত্তি করা সত্ত্বেও তিনি নেশা করেই স্কুলে যেতেন। কর্তৃপক্ষকে বলেও কোনও ফল হয়নি।

সম্প্রতি আবার ওই শিক্ষক নেশাগ্রস্ত অবস্থায় স্কুলে গেলে তাঁর ভিডিয়ো করেন স্থানীয়েরা। তিনি শ্রেণিকক্ষের চেয়ারে মাথা ঝুঁকিয়ে বসেছিলেন। কোনও হুঁশ ছিল না। তাঁকে ধাক্কা মেরেও লাভ হয়নি। দীর্ঘ ক্ষণের চেষ্টায় শিক্ষককে জাগান স্থানীয়েরা। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

প্রধানমন্ত্রী-আবাস-যোজনার-মতো-বরাদ্দ-বন্ধের-শঙ্কা-স্বাস্থ্য-মিশনে Read Next

প্রধানমন্ত্রী আবাস যোজন...