মায়ের কষ্ট দেখে মন খারাপ হয় কিশোর ছেলের ! প্রতীকী ছবি
মায়ের কষ্ট লাঘবে বাড়িতেই ছেলের কুয়া খোঁড়ার ঘটনায় শোরগোল পড়ে গেছে। অভাবনীয় মাতৃভক্তির নিদর্শন পেয়ে আপ্লুত জেলা প্রশাসনও।বৃহস্পতিবার প্রণব সালকর নামে ওই ছেলেটির হাতে ১১ হাজার রুপি তুলে দেয় প্রশাসন। পাশাপাশি ওই পরিবারকে একটি বাড়িও বানিয়ে দেওয়া হবে বলে জানায়।
মা দীর্ঘ পথ পেরিয়ে জল নিয়ে আসেন। যা দেখে মনখারাপ হয়ে যেত কিশোর পুত্রের। শেষপর্যন্ত একার জেদে বাড়ির সামনেই কুয়ো খুঁড়ে ফেলল নবম শ্রেণির ছেলেটি। স্বাভাবিক ভাবেই এমন ঘটনায় মহারাষ্ট্রের পালঘরে শোরগোল পড়ে গিয়েছে। এমন অভাবনীয় মাতৃভক্তির নিদর্শন পেয়ে আপ্লুত জেলা প্রশাসন। বৃহস্পতিবার ছেলেটির হাতে তুলে দেওয়া হল ১১ হাজার টাকা। পাশাপাশি ওই পরিবারকে শবরী আবাস যোজনায় একটি বাড়িও বানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছ প্রশাসন।
বাড়ি থেকে বহু দূরে পানি আনতে যায় মা। মায়ের কষ্ট দেখে মন খারাপ হয় কিশোর ছেলের। শেষ পর্যন্ত জেদ করে বাড়ির সামনেই কুয়া খুঁড়ে ফেলল নবম শ্রেণির ছেলেটি। ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের পালঘরে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মায়ের কষ্ট লাঘবে বাড়িতেই ছেলের কুয়া খোঁড়ার ঘটনায় শোরগোল পড়ে গেছে। অভাবনীয় মাতৃভক্তির নিদর্শন পেয়ে আপ্লুত জেলা প্রশাসনও।
বৃহস্পতিবার প্রণব সালকর নামে ওই ছেলেটির হাতে ১১ হাজার রুপি তুলে দেয় প্রশাসন। পাশাপাশি ওই পরিবারকে একটি বাড়িও বানিয়ে দেওয়া হবে বলে জানায়। জেলা পরিষদের সভাপতি জানান, মায়ের প্রতি কিশোর সালকরের ভালোবাসা নিদর্শন হয়ে থাকবে। এ ঘটনা সকলকে অনুপ্রাণিত করবে বলে দাবি তার।