কলকাতায় এক ধাক্কায় তিন ডিগ্রি কমে গিয়েছে তাপমাত্রা
কলকাতায় এক ধাক্কায় তিন ডিগ্রি কমে গিয়েছে তাপমাত্রা। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়েছে ১৪.১ ডিগ্রি সেলসিয়াসে। কনকনে শীতের আমেজ অনুভূত হচ্ছে। সকালের দিকে কুয়াশার পরিমাণও অনেকটা বেশি ছিল।
আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার এক ধাক্কায় তিন ডিগ্রি কমে গিয়েছে তাপমাত্রা। হাওয়া অফিস জানিয়েছে, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। কলকাতায় শুক্রবার আকাশ মূলত পরিষ্কার থাকবে। রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
জানুয়ারি মাস পড়ে গেলেও চেনা শীতের দেখা মেলেনি চলতি মরসুমে। তাপমাত্রার পারদ ঘোরাফেরা করেছে ১৬ থেকে ১৭ ডিগ্রির আশপাশে। ডিসেম্বরেও শীত তেমন ছিল না। গত মাসের মাঝামাঝি সময়ে কয়েক দিনের জন্য কলকাতার তাপমাত্রা ১৩ ডিগ্রির কাছাকাছি পৌঁছেছিল। তবে তার পর আবার পারদ উঠেছে চড় চড় করে।
হাওয়া অফিস অবশ্য জানিয়েছিল, আগামী কয়েক দিনে আবার ঠান্ডা পড়বে। তাপমাত্রা আরও দুই থেকে চার ডিগ্রি নামতে পারে দক্ষিণবঙ্গে। আপাতত পাঁচ দিন তাপমাত্রা কম থাকবে।