You will be redirected to an external website

৭৪ বছরের গরমের রেকর্ড,রাজস্থানের জয়সলমেরের তাপমাত্রা পৌঁছল ৪৩.৫ ডিগ্রি

৭৪-বছরের-গরমের-রেকর্ড,রাজস্থানের-জয়সলমেরের-তাপমাত্রা-পৌঁছল-৪৩.৫-ডিগ্রি

জয়সলমেরের তাপমাত্রা পৌঁছল ৪৩.৫ ডিগ্রি

গ্রীষ্মের প্রবল দাবদাহের পর যখন বর্ষা আসে তখন রুক্ষ, শুষ্ক মাটিতে ফের প্রাণের সঞ্চার হয়। গরমের প্রভাব কমানোর পাশাপাশি বর্ষার বৃষ্টিতে ফের সবুজ করে তোলে ধরিত্রীকে। কিন্তু এ বছর দেশে বর্ষার আগমন হয়েছে দেরিতে। সেই সঙ্গে বর্ষার পারফরম্যান্সও উল্লেখযোগ্য নয়। এর জেরে সেপ্টেম্বর মাসেও গরমের দাপট অব্যাহত রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। রাজস্থানে জয়সলমেরে শনিবারের তাপমাত্রা নতুন রেকর্ড করেছে।

বর্ষা দুর্বল। সেই সুযোগে সেপ্টেম্বরেও তীব্র তাপপ্রবাহের দাপট দেশের বিভিন্ন প্রান্তে। রাজস্থানের জয়সলমেরের তাপমাত্রা পৌঁছল ৪৩.৫ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের চেয়ে ৭ ডিগ্রি বেশি। সেপ্টেম্বর মাসে এত গরম আর কখনও পড়েনি জয়সলমেরে।

এর আগে ১৯৪৯ সালের ১০ সেপ্টেম্বর জয়সলমেরের তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৪৩.৩ ডিগ্রি সেলসিয়াস। সে অর্থে ৭৪ বছরের রেকর্ড ভেঙে গেল আজ। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে গরমের নতুন রেকর্ড তৈরি হল জয়সলমেরে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Mamata-Banerjee:-বিয়ের-নিমন্ত্রণ-কার্ড-সঙ্গে-নিয়ে-মমতা-সাক্ষাতে-রাঘব Read Next

Mamata Banerjee: বিয়ের নিমন্ত্রণ ক...