কলকাতারই তাপমাত্রা পৌঁছতে পারে ৩৯ ডিগ্রিতে
একদিকে উত্তরবঙ্গে চলছে ঝড়-বৃষ্টি। অপরদিকে, দক্ষিণবঙ্গে পোড়া গরম। সকাল ৮টার সময়ও খটখট করছে বিভিন্ন জায়গা। ছিটে ফোঁটা বৃষ্টির আশায় বসে লোকজন। তাপমাত্রা প্রায় চল্লিশ ছুঁইছুঁই।
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস,বুধবার থেকে পশ্চিমের ৫ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া,ঝাড়গ্রাম। তাপপ্রবাহের সতর্কতা পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানেও। ৩৮-৩৯ ডিগ্রিতে পৌঁছবে কলকাতার পারদ। জানা যাচ্ছে,বাঁকুড়ার তাপমাত্রা ৪২-২৩ ডিগ্রিতে পৌঁছতে পারে। পুরুলিয়ার তাপমাত্রা ৪১-৪২ ডিগ্রিতে পৌঁছতে পারে।আসানসোল-মেদিনীপুরের তাপমাত্রা ৪১ ডিগ্রিতে পৌঁছতে পারে তাপমাত্রা।
বাঁকুড়া–৪০.০ ডিগ্রি
মেদিনীপুর–৪০.০ডিগ্রি
সল্টলেক–৩৮.৮ ডিগ্রি
দমদম–৩৮.৫ ডিগ্রি
আসানসোল–৩৮.৫ ডিগ্রি
আলিপুর–৩৭.১ ডিগ্রি
এ দিকে, গতকালই উত্তরের ৩ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছিল। তার মধ্যে ছিল দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার। ৪০-৫০ কিমি/ঘণ্টা বেগে দমকা বাতাস বইবে। বাকি সব জেলায় হলুদ সতর্কতা। কাল-পরশুও উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে।