শুক্রের সকালে আরও একটু বাড়ল শহরের তাপমাত্রা
শুক্রের সকালে আরও একটু বাড়ল শহরের তাপমাত্রা। হাওয়া অফিস জানাচ্ছে শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি বলে আবহাওয়ার দফতর জানিয়েছে।
আগামী তিন দিন তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। সে ক্ষেত্রে বড়দিনের সকালে কিছুটা উষ্ণতার ছোঁয়া পাবেন শহরবাসী। আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন শহরের তাপমাত্রা কমার কোনও পূর্বাভাস নেই।
আগামী তিন দিন উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতেও রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে আলিপুর হাওয়া অফিস জানিয়েছে। তবে দার্জিলিং জেলার পাহাড়ে বড়দিনে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে।