দিন দিন আরও বাড়ছে তাপমাত্রার পারদ
অসহ্যকর গরমে এই একটাই প্রশ্ন সকলের মুখে মুখে। দিন দিন আরও বাড়ছে তাপমাত্রার পারদ। কোথায় গিয়ে থামবে এই তাপপ্রবাহ? জেনে নিন কী জানাচ্ছে ভারতীয় মৌসম বিভাগ।আই এম ডি-র আপডেটে রয়েছে কিছুটা স্বস্তির খবর। আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী বেশ কয়েকটি রাজ্যে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।যদিও বৃষ্টি হলেও তাপমাত্রা কমার লক্ষণও নেই। কয়েকটি রাজ্যে বৃষ্টির কারণে তাপপ্রবাহে ক্ষণিকের স্বস্তি মিলতে পারে। আবার বেশ কয়েকটি এখনও দেখা নেই বৃষ্টির।
আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী, বিহার, ওড়িশা, কর্ণাটক, অন্ধ্র প্রদেশ, গুজরাত-সহ বেশ কয়েকটি রাজ্যে গরম গরম কমার কোনও লক্ষণ নেই। স্থিতিশীল থাকবে তাপমাত্রা।পশ্চিমবঙ্গের তাপমাত্রাও ৫ মে রবিবার পর্যন্ত স্থিতিশীল থাকবে। কমার কোনও সম্ভাবনা নেই। বঙ্গে বৃষ্টির সম্ভাবনা নিয়ে কী জানাচ্ছে হাওয়া অফিস?অবশেষে বঙ্গে আসছে স্বস্তির বৃষ্টি। শনিবার থেকেই উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। , রবিবার বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর৷
পশ্চিমী হাওয়ার প্রভাব কমবে, সাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকবে। ফলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে তাপমাত্রা কমার কোনও লক্ষণ নেই। শনিবার পর্যন্ত একইরকম ভাবেই বজায় থাকবে অসহ্যকর গরম।