ফের বৃদ্ধি পাচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা
আস্তে আস্তে ফের বৃদ্ধি পাচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা৷ গত সপ্তাহে যেভাবে ফাটিয়ে বৃষ্টিতে ভিজছিল, হঠাৎই তার পরিমাণ কমে যেতেই তাপমাত্রা ফের একবার বাড়ছে৷ পাশাপাশি রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তিও৷ কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হতে পারে, এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে।অ্যাকুওয়েদারের ওয়েদার আপডেট অনুযায়ি পারদ স্তর সারা দিন ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে আশা করা হচ্ছে, তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৮৩ শতাংশ হতে পারে৷
তবে আইএমডির ওয়েদার বুলেটিন অনুযায়ী ওয়েদার আপডেটে ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে দুটি সাইক্লোনিক সার্কুলেশনের কথা বলা হয়েছে৷ এর জেরে ফের একবার সপ্তাহ যত এগোবে তখন ফের বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে৷একটি সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে মধ্য বঙ্গোপসাগরে মধ্য লেভেলে, আর উত্তর আন্দামান সাগরেও রয়েছে আরও একটি সাইক্লোনিক সার্কুলেশন৷
এদিকে উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিন ধরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজ্যের একেবারে উত্তরের পাঁচটি জেলা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী দু'দিন ধরে।উত্তরবঙ্গে একটানা বৃষ্টিপাত চললেও দক্ষিণের ভাঁড়ার কিন্তু এক্ষুনি ভরছে না। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণের জেলাগুলিতে এমনটাই জানালো আবহাওয়া দফতর।