You will be redirected to an external website

বাড়ির মেঝেতে পা পড়লেই লাগছে উত্তপ্ত আগুনের ছেঁকা , আতঙ্কে কুম্ভকার পরিবার !

বাড়ির মেঝের অংশে বাড়ছে তাপমাত্রা ! সংগৃহীত ছবি

হাঁটাচলার সময় পায়ে রীতিমতো ছেঁকা লাগছে । হঠাৎ করেই উত্তপ্ত হয়ে উঠেছে গ্রামের একটি বাড়ির নির্দিষ্ট একটি জায়গায় মেঝের অংশ। সময় যত যাচ্ছে ততই মেঝের ওই অংশে বাড়ছে তাপমাত্রা ।বাঁকুড়ার ছাতনা থানার ভূইয়াপাড়া এলাকায় জনৈক কাশীনাথ কুম্ভকারের বসত বাড়িতে এই ঘটনা ঘটেই চলেছে ।

কাশীনাথবাবু ও তাঁর পরিবারের সদস্যরা বিগত দু'বছর ধরে এই একতলা বাড়িতে বসবাস করছেন। সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু হঠাৎ করেই শুরু হয় অদ্ভূতুড় ঘটনা। বাড়ির ছাদে যাওয়ার সিঁড়ি ধাপ যেখান থেকে শুরু হচ্ছে, হঠাৎ করে সেই অংশ থেকে উত্তাপ বেরতে শুরু করেছে বলে লক্ষ্য করেন পরিবারের সদস্যরা।গত তিনদিন আগে ঘটনা আঁচ পেলেও প্রথমে ততটা গুরুত্ব দেয়নি কুম্ভকার পরিবার। ৩ ফুট বাই ৩ ফুট জায়গা ক্রমশ গরম বাড়ছে। অবশ্য প্রথমে বিষয়টা অবহেলা করলেও গত তিনদিন ধরে উত্তাপ বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে উত্তাপের পরিধিও। সেই ঘরই ব্যবহার করছিলেন পরিবারের সদস্যরা।

কিন্তু শনিবার সকাল থেকে বাড়ির সেই অংশের উত্তাপ কয়েকগুণ বেড়েছে বলেই দাবি পরিবারের সদস্যদের। এর পরই ঘটনার খবর দেওয়া হয় স্থানীয় পঞ্চায়েতে। উপস্থিত হন পঞ্চায়েতের প্রধান। খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় জমান এলাকার উৎসুক আতঙ্কিত মানুষজন। আশেপাশের লোকজন সবাই বাড়ির নির্দিষ্ট জায়গা চাক্ষুস করতে চান ।বাড়িতে এমন অদ্ভূতুড়ে ঘটনার কথা ছড়িয়ে পড়তেই আতঙ্কিত এলাকার মানুষ। ভীত সন্ত্রস্ত গ্রামের মানুষজন কিছু বুঝে উঠতে না পেরে খবর দেয় স্থানীয় ছাতনা থানায়।পঞ্চায়েতের পক্ষ থেকে ব্লক প্রশাসনের কাছে খবর যায়। ব্লক প্রশাসনের তরফে বিজ্ঞান মঞ্চের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

বাড়ির মালিক কাশীনাথ কুম্ভকার বলেন, 'এই ঘটনা নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছি।ওই গরম কমাতে চট জলে ভিজিয়ে গরম অংশগুলিতে দেওয়া হয়। কিছুক্ষণ বাদে বাষ্প উঠছে। ঠিক যেন ফুটন্ত জল থেকে বাষ্প বেরিয়ে আসে। বিষয়টি খতিয়ে দেখার আস্বাস দিয়েছে স্থানীয় গ্রাম পঞ্চায়েত। প্রশাসনের তরফে ইতিমধ্যেই তলব করা হয়েছে বিজ্ঞান মঞ্চকে। বিজ্ঞান মঞ্চের দাবি নতুন ওই বাড়ির মেঝেতে সিমেন্টের সঙ্গে কোনও রাসায়নিকের বিক্রিয়ার ফলেই এই তাপ উৎপন্ন হতে পারে। বিষয়টি পর্যবেক্ষণ করে কারণ খোঁজার চেষ্টা হবে বলে জানিয়েছে বিজ্ঞান মঞ্চ।

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

সরকারি-চাকরি-দেওয়ার-নামে-টাকা-নেওয়ার-দাবি-পুলিশ-আধিকারিকের-বিরুদ্ধে,গ্রেফতার-এএসআই-সহ-চার-জন Read Next

সরকারি চাকরি দেওয়ার নাম...