You will be redirected to an external website

'লু' সতর্কতা রাজ্যে! ৪০ ডিগ্রি পেরোবে তাপমাত্রা! সপ্তাহের শুরুতেই চড়ছে পারদ

'লু'-সতর্কতা-রাজ্যে!-৪০-ডিগ্রি-পেরোবে-তাপমাত্রা!-সপ্তাহের-শুরুতেই-চড়ছে-পারদ

৪০ ডিগ্রি পেরোবে তাপমাত্রা! সপ্তাহের শুরুতেই চড়ছে পারদ

মিলে গেল পূর্বাভাস রবিবারই আবহাওয়া দফতর থেকে দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছিল বৃষ্টির পরিমাণ কমবে। বাড়বে তাপমাত্রা। এমনকি রাজ্যের কয়েকটি জেলায় লু-এর সতর্কতা জারি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, দক্ষিণবঙ্গে আজ মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। বেলা বাড়লে গরম ও অস্বস্তি বাড়বে। বৃষ্টির সম্ভাবনা সামান্য। তবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।গত সপ্তাহে জেলায় জেলায় ঝড় বৃষ্টি বজ্রপাত জারি ছিল প্রায় গোটা সপ্তাহজুড়েই। কিন্তু এই সপ্তাহের শুরু থেকেই তাপপ্রবাহের ইঙ্গিত ছিল। যদিও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ হঠাৎ করেই অনেকটা বেড়ে যাওয়ায় আপাতত পূর্ব ঘোষিত তাপপ্রবাহ পরিস্থিতি থেকে কিছুটা মুক্তি পেল রাজ্য।

 সোমবার না হলেও মঙ্গলবার থেকে আমূল বদলাবে আবহাওয়া। আগামী ৫ দিন অর্থাৎ জুনের শুরুর সপ্তাহে তাপমাত্রা ক্রমশ বাড়বে। পাশাপাশি লু পরিস্থিতি ভোগাবে দক্ষিণবঙ্গবাসীকে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।দক্ষিণবঙ্গে আজ মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। বেলা বাড়লে গরম এবং অস্বস্তি দুই-ই বাড়বে বলে জানান হয়েছে।তবে দক্ষিণবঙ্গে আজও বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে আজ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে তাপমাত্রা বাড়বে। কলকাতায় পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি টপকে যেতে পারে বলেই পূর্বাভাস।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

অসম-থেকে-প্রথম-বন্দে-ভারত-এক্সপ্রেসের-ভার্চুয়ালি-উদ্বোধন-করবেন-প্রধানমন্ত্রী Read Next

অসম থেকে প্রথম বন্দে ভার...