You will be redirected to an external website

Kedarnath Temple: মোবাইলের ব্যবহারও নিষিদ্ধ হল কেদারনাথ এবং বদ্রিনাথ মন্দিরে

Kedarnath-Temple:-মোবাইলের-ব্যবহারও-নিষিদ্ধ-হল-কেদারনাথ-এবং-বদ্রিনাথ-মন্দিরে

মন্দির চত্বরে বেশ কয়েকটি বোর্ড টাঙিয়েছে মন্দির কমিটি

মন্দিরে ছবি বা ভিডিয়ো তোলা যাবে না, জানিয়ে দিলেন কর্তৃপক্ষ। সম্প্রতি উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরের সামনে প্রেমিককে প্রেম প্রস্তাব দেন এক মহিলা ব্লগার। সেই নিয়ে বিতর্ক তৈরি হয়। তার পরেই এই পদক্ষেপ করলেন মন্দির কর্তৃপক্ষ।

মন্দির চত্বরে বেশ কয়েকটি বোর্ড টাঙিয়েছে শ্রী বদ্রিনাথ-কেদারনাথ মন্দির কমিটি। তাতে হিন্দি এবং বাংলায় নির্দেশিকা দেওয়া হয়েছে। লেখা হয়েছে, ‘‘মন্দির চত্বরে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না। কোনও ধরনের ছবি বা ভিডিয়ো তোলা যাবে না। আপনি সিসি ক্যামেরার নজরদারিতে রয়েছেন।’’

দর্শনার্থীদের ‘শালীন’ পোশাক পরারও নির্দেশ দিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। জানিয়েছেন, মন্দির চত্বরে তাঁবু খাটানো যাবে না। পাশাপাশি হুঁশিয়ারি, নির্দেশ না মানলে আইনি পদক্ষেপ করা হবে। শ্রী বদ্রিনাথ-কেদারনাথ মন্দির কমিটির সভাপতি অজেন্দ্র অজয় জানিয়েছেন, ধর্মীয় স্থানে কিছু রীতিনীতি থাকে। সেগুলি সকলের মেনে চলা উচিত। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Kaustav-Roy:-সোমবার-রাতে-ইডি-র-হাতে-গ্রেফতার-‘তৃণমূল-ঘনিষ্ঠ’-ব্যবসায়ী-কৌস্তুভ Read Next

Kaustav Roy: সোমবার রাতে ইডি-র হা...