প্রবল বাতাসে ভেসে গেল গঙ্গার উপর অস্থায়ী ব্রিজ!
সাম্প্রতিকতম ঘটনা সেই গঙ্গার উপরেই। এ বার বৈশালী জেলায় গঙ্গার উপর অস্থায়ী সেতু ভেসে গেল হাওয়ার ঝাপটায়। সেতুটি ভাগলপুরের সঙ্গে খাগাড়িয়ার যোগাযোগ স্থাপন করত।
বুধবার, এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী রইলেন বৈশালী জেলার মানুষ। তাঁরা নিজের চোখে দেখলেন, হাওয়ার তোড়ে ভেসে গেল একটি আস্ত ব্রিজ। সকালে নদীর পাড়ে গিয়ে হতবাক হয়ে যান স্থানীয়েরা। যে অস্থায়ী সেতুর উপর দিয়ে নদী পারাপার করেন তাঁরা, তার একটি অংশ মাঝগঙ্গা দিয়ে ভাসতে ভাসতে চলেছে! জানা যায়, দমকা হওয়ার দাপটেই সংযোগ খুলে যায় অস্থায়ী সেতুর। তার পরেই হাওয়ার তোড়ে ভেসে যায় ওই অংশের সেতু। এর ফলে গঙ্গা পেরোতে গিয়ে প্রবল সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। নৌকাভাড়া রাতারাতি আকাশ ছুঁয়ে ফেলেছে। এই ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে।
গত শুক্রবার, কিসানগঞ্জ জেলায় জাতীয় সড়কে গোরিচাকে মেচি নদীর উপর একটি নির্মীয়মান সেতুর একটি অংশ ভেঙে পড়ে। এই ব্রিজটি কিসানগঞ্জের গললিয়ার সঙ্গে আরারিয়ার যোগাযোগ স্থাপন করবে। এই ঘটনায় দুই ইঞ্জিনিয়ার-সহ চার জনকে সাসপেন্ড করে জাতীয় সড়ক কর্তৃপক্ষ।