মহানবমী থেকেই মহাদুর্যোগের আশঙ্কা
বঙ্গোপসাগরের নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে গভীর নিম্নচাপে পরিণত মধ্য বঙ্গোপসাগরে। অতি গভীর নিম্নচাপ রূপে এটি বাঁক নেবে আরও শক্তিশালী হয়ে। শেষ পর্যন্ত কি ঘূর্ণিঝড়ে পরিণত হবে?বঙ্গোপসাগরের নিম্নচাপ সুন্দরবন উপকূলে ধেয়ে আসবে একথা স্পষ্ট করেছে আবহাওয়া দফতর। পুজোর শেষ লগ্নে তাই দুর্যোগের আশঙ্কা, মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে জারি নিষেধাজ্ঞা।
পুজোর শেষ দিকে চিন্তা বাড়াচ্ছে বঙ্গোপসাগরের নিম্নচাপ। আজ মধ্য বঙ্গোপসাগরে এসে রিকার্ভ করবে গভীর নিম্নচাপ। উপকূল বরাবর এটি উত্তর বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসার সম্ভাবনা, অভিমুখ থাকবে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সুন্দরবন। শেষ পর্যন্ত বাংলাদেশের পশ্চিমভাগে না পূর্বভাগে এই নিম্নচাপ এগিয়ে যায় আরও শক্তিশালী হয়ে সেদিকেই নজর রাখছেন আবহাওয়াবিদরা।নিম্নচাপের হানায় রাজ্যের উপকূলে বৃষ্টির পরিমাণ বাড়বে। উপকূলের জেলায় হালকা ঝোড়ো হাওয়া বইবে। দশমী থেকে দ্বাদশী পর্যন্ত দুর্যোগ বাড়তে পারে। দশমী ও একাদশী মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যারা সমুদ্রে রয়েছেন, তাদের নবমীর রাতে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে।
আজ অষ্টমী পর্যন্ত রাজ্যে উত্তর পশ্চিমের শীতল হাওয়ার প্রভাব। রবিবার পর্যন্ত পরিষ্কার আকাশ থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামীকাল মহানবমী থেকে বদলাবে আবহাওয়া।