নির্বাচনে জয় নিয়েও আত্মবিশ্বাসের সুর শোনা যায় প্রধানমন্ত্রীর গলায়
বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই কোমর বেঁধে নির্বাচনী প্রচারে নেমে পড়েছে বিভিন্ন দল। তবে এই সব নিয়ে একটুও চিন্তিত নন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)। জয় নিয়ে আত্মবিশ্বাসী তিনি। আসন্ন লোকসভা নির্বাচনে নিশ্চিত জয়ের সুরই প্রধানমন্ত্রীর গলায় শোনা গেল। শনিবার নয়া দিল্লির ভারত মণ্ডপমে প্রধানমন্ত্রী মোদী সংকল্প সপ্তাহের উদ্বোধন করেন।
ভারত মণ্ডপম থেকেই ব্লকস প্রোগ্রাম পোর্টালের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক প্রোগ্রামের মাধ্যমে দেশের ১১২টি জেলার ২৫ কোটি মানুষের জীবন বদলে গিয়েছে। এবার থেকে এই কর্মসূচি ব্লক স্তরে পরিচালিত হবে। এতে সাধারণ মানুষের আরও কাছে পৌঁছনো যাবে।
প্রধানমন্ত্রী মোদী বলেন, “উচ্চাকাক্ষ্মী জেলাগুলি বর্তমানে অনুপ্রেরণামূলক জেলায় পরিণত হয়েছে। একইভাবে আগামী এক বছরের মধ্যে ৫০০টি উচ্চাকাক্ষ্মী ব্লকের মধ্যে কমপক্ষে ১০০টি ব্লক অনুপ্রেরণামূলক ব্লকে পরিণত হবে”।
আসন্ন লোকসভা নির্বাচনে জয় নিয়েও আত্মবিশ্বাসের সুর শোনা যায় প্রধানমন্ত্রীর গলায়। তিনি বলেন, “আমি নিশ্চিত, ২০২৪ সালে অক্টোবর-নভেম্বর মাসে আমাদের আবার দেখা হবে। আমি তখন এই প্রকল্পের সাফল্য খতিয়ে দেখব। আগামী বছর এই সময়ে আমি আবার আপনাদের সঙ্গে কথা বলব।”
প্রধানমন্ত্রী আরও বলেন, “আমি যতদিন ধরে সরকার চালাচ্ছি, খুব কম সংখ্যক লোকই এই সুযোগটা পায়। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, শুধু বাজেটই দেশে পরিবর্তন আনে না। যদি আমরা এটা নিশ্চিত করি যে বরাদ্দ অর্থ বা সম্পদের সঠিকভাবে পূর্ণ ব্যবহার হচ্ছে, তবে নতুন অনুদান ছাড়াই ব্লক স্তরে উন্নয়নমূলক কাজ করা সম্ভব।”