You will be redirected to an external website

বৃষ্টি নামতেই সবজির বাজার হঠাৎ আগুন, মধ‌্যবিত্তের হেঁশেলে ছ্যাঁকা

বৃষ্টি নামতেই সবজির বাজার হঠাৎ আগুন

লম্বা গ্রীষ্মের শেষে বৃষ্টি নামতেই বাজারে আচমকাই আগুন। প‌্যাচপেচে গরমে হাঁসফাঁসের পর বৃষ্টি নামতেই যে এভাবে মধ‌্যবিত্তের হেঁশেলে তার প্রভাব, সংশ্লিষ্ট মহলের খবর, বৃষ্টিতে আমদানি খানিক মার খাচ্ছে। আর তারই জেরে মধ‌্যবিত্তের পকেটে ছ‌্যাঁকা। হবে নাই বা কেন! রোজকার রান্নায় দরকার পড়ে, এমন অধিকাংশ সবজির দাম যে একশো ছুঁইছুঁই। বেগুন থেকে ঢেঁ‌ড়শ, টম‌্যাটো থেকে কাঁচালঙ্কা– সেঞ্চুরি পার। যার জেরে নিত‌্যদিন গেরস্তকে বাজারে গিয়ে হাতে রীতিমতো ছ্যাঁকা খেয়ে ফিরতে হচ্ছে। নোট খরচ করে পকেটে ঠেকেছে স্রেফ খুচরো। বাজারের ব‌্যাগ তার পরও ফাঁকা।

প্রতি বছরই বর্ষা এলে দামে কিছুটা হেরফের হয় কাঁচা চা আনাজ থেকে মাছ-মাংসের। কিন্তু এবার যেন দামের ঊর্ধ্বগতি দু-সপ্তাহের মধ্যেই করোনার গতিকেও হার মানিয়েছে। চাষি, আড়তদার, মহাজন থেকে খুচরো সবজি বিক্রেতা, দিনভর এই চক্রে ঘুরে যেটুকু মালুম হল, তা এককথায় বলা যায়, রোদে পুড়ে প্রথমে ফসল নষ্ট, তারপর হঠাৎ ঝড়বৃষ্টিতে জোগান মার খাওয়ায় কফিনে শেষ পেরেক মারা হয়ে গিয়েছে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Mamata-Banerjee:-বাঁ-হাঁটুর-লিগামেন্টে-চোট,-কোমরে-ব্যথা,-দু’ঘণ্টা-ফিজিওথেরাপি-মমতার! Read Next

Mamata Banerjee: বাঁ হাঁটুর লিগামে...