You will be redirected to an external website

Yamuna : প্রবল বর্ষণের জেরে জলস্তর বৃদ্ধি পেয়েছিল যমুনার,বন্যার সতর্কতা জারি

Yamuna-:-প্রবল-বর্ষণের-জেরে-জলস্তর-বৃদ্ধি-পেয়েছিল-যমুনার,বন্যার-সতর্কতা-জারি

উত্তরাখণ্ডে প্রবল বর্ষণের জেরে ক্রমাগত বাড়ছে যমুনার জলস্তর

হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে প্রবল বর্ষণের জেরে ক্রমাগত বাড়ছে যমুনার জলস্তর। দিল্লিতে যমুনার জলস্তর ২০৪.৫০ মিটার ছাড়িয়ে গিয়েছে। কেন্দ্রীয় জল কমিশন সূত্রে খবর, দিল্লির পুরনো যমুনা ব্রিজের কাছে জলস্তর দুপুর ৩টে নাগাদ ২০৩.৪৮ মিটার ছিল। পরে তা বেড়ে গিয়ে সন্ধ্যা ৬টা নাগাদ ২০৪.৯৪ মিটার হয়।

দিল্লির সেচ এবং বন্যা নিয়ন্ত্রণ দফতর নদীর উপকূলবর্তী নিচু এলাকায় বন্যা সতর্কতা জারি করেছে। সেচ এবং বন্যা নিয়ন্ত্রণ দফতরের এক আধিকারিক বলেন, “পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। জলস্তর আরও বাড়তে পারে। কিন্তু পরিস্থিতি ঘোরালো হওয়ার সম্ভাবনা নেই।”

অন্য দিকে, টানা কয়েক দিনের বৃষ্টি, ধস, মেঘভাঙা বৃষ্টির জেরে হিমাচল প্রদেশে মারা গিয়েছেন অন্তত ৫৫ জন। উত্তরাখণ্ডে মারা গিয়েছেন তিন জন। ভেঙে পড়েছে বহু বাড়ি, রাস্তা। চলতি বছর হিমাচলে বর্ষা প্রবেশের পর থেকে বিপর্যস্ত জনজীবন।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Chandrayaan-3:-বাকি-আর-১৭৭-কিমি,-সোমে-আরও-এক-কক্ষপথ-পেরিয়ে-গেল-চন্দ্রযান-৩ Read Next

Chandrayaan-3: বাকি আর ১৭৭ কিমি, সো...