গরমে অতিষ্ঠ কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। সংগৃহীত ছবি
গোটা পশ্চিমবঙ্গ আপাতত গরম থেকে রেহাই পাবে না। রবিবার পর্যন্ত তাপপ্রবাহে জ্বলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, গরম থেকে রেহাই পাবে না উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিও। পশ্চিমের জেলাগুলিতে বইতে পারে লু। তবে, আগামী সপ্তাহে পুনরায় বদলে যেতে পারে আবহাওয়া। সোমবারের পর আবহাওয়া বদলে যেতে পারে। তার আগে গরমে অতিষ্ঠ হয়ে উঠবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের স্বাভাবিক জনজীবন।
দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার মতোই দিঘাতেও তাপপ্রবাহের পূর্বাভাস হাওয়া অফিসের। শুক্রবার ও শনিবার দিঘায় তাপপ্রবাহ চলবে। জুন মাসের প্রথম দিন থেকেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী ছিল। প্রখর রোদে গরম উত্তরোত্তর বাড়ছে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা। হলদিয়ার এ দিনের তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৭ শতাংশ। দুপুরে তমলুক ও হলদিয়া শহরের তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়ে যাওয়ার সম্ভাবনা।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ চলবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, মালদহ, দুই দিনাজপুরে বজায় থাকবে গরম। যদিও কলকাতায় তাপপ্রবাহের কোনও পূর্বাভাস নেই। তা সত্ত্বেও গরমে নাজেহাল অবস্থা তিলোত্তমায়। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি।