আগামী পাঁচ দিনের পূর্বাভাস জানিয়ে দিল হাওয়া অফিস
বৈশাখের শুরুতেই ‘হা বৃষ্টি’ রব উঠেছে দক্ষিণ বঙ্গে। এরই মধ্যে আলিপুরের হাওয়া অফিস আগামী প্রায় এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস ঘোষণা করল। রবিবার তারা জানিয়ে দিয়েছে, আপাতত গরমের এই দহন কমা তো দূর অস্ত্, আগামী শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহ বন্ধ হওয়ারই কোনও সুযোগ নেই। ফলে গা-জ্বালানো গরম আরও প্রায় এক সপ্তাহ সইতে হবে দক্ষিণবঙ্গে।
নাহ, আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনাও নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাসের তালিকায় জোড়া শুধুই তাপপ্রবাহের আগুনে কমলা সতর্কতা।
চৈত্রের আগেই দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছিল। কলকাতাতেই পারদ পৌঁছেছিল ৪১ ডিগ্রিতে। জেলায় বেশ কিছু এলাকায় ৪২ ডিগ্রিও ছাড়িয়েছিল তাপমাত্রা। রবিবারও একই ধরনের গরম ছিল দক্ষিণের জেলা গুলিতে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিন এমনই পরিস্থিতি চলবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১৫টি জেলায়।