দক্ষিণবঙ্গে ফের মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে
বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে আরও একটি স্পেল বৃষ্টির। উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। আপাতত বাড়ছে তাপমাত্রা; কমবে বৃষ্টির সম্ভাবনা।আর্দ্রতাজনিত অস্বস্তি দিনভর। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে। উত্তরবঙ্গের উপরের দিকের জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি।বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হবে মঙ্গলবার। মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত বিস্তৃতি লাভ করবে এবং ক্রমশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এগোবে। ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে ওড়িশা উপকূলের দিকে এগোবে।
সপ্তাহের মাঝেই হাওয়া বদল। আবারও বৃষ্টির স্পেল দক্ষিণবঙ্গে। বুধবার থেকে রবিবারের মধ্যে আরও একটি বৃষ্টির স্পেল দক্ষিণবঙ্গে।নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। মঙ্গলবার এই ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা।বুধবার এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে বিস্তৃতি লাভ করবে মধ্য বঙ্গোপসাগরে। এর প্রভাবে বুধবার থেকে রবিবার পর্যন্ত আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে। এই ঘূর্ণাবর্ত ওড়িশা অভিমুখী হবে বলে অনুমান আবহাওয়াবিদদের।
মৌসুমী অক্ষরেখা জয়সলমীর, কোটা, গুনা, জবলপুর, পেন্ড্রারোড, চাঁইবাসা হয়ে দীঘার ওপর দিয়ে পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। নিম্নচাপ শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত। মধ্যপ্রদেশ ও রাজস্থান সংলগ্ন এলাকায় অবস্থান।দক্ষিণবঙ্গে ফের মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। বুধবার থেকে রবিবারের মধ্যে আরও একটি বৃষ্টির স্পেল হতে পারে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার ও শুক্রবার ওয়াইড স্প্রেড রেইন হতে পারে দক্ষিণবঙ্গে।